সম্প্রতি তাকে ‘আপগানিস্তানি’ বলে কটাক্ষ করার জবাব দিলেন আরশি খান। জানালেন, তাঁকে এই নিয়ে ক্রমাগত ট্রোল করা হচ্ছে। আরশি জানান, তাঁর জন্ম পাকিস্তানে হলেও তিনি ভারতীয় নাগরিক। এমনকী, অনেকেই ভাবেন তিনি পাকিস্তানের বাসি🅺ন্দা। তাই প্রভাব পড়ে কাজের ওপর꧒েও।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওಞয়া সাক্ষাৎকারে আরশি জানান, ‘এমন অনেক সময় আছে যখন আমাকে ট্রোল করা হয়েছে, আমাকে কট𓆉াক্ষ করা হয়েছে আমার নাগরিকত্ব নিয়ে। অনেকেই ভাবেন আমি পাকিস্তানের বাসিন্দা, যে ভারতে রয়েছে বর্তমানে। আর এই জন্য আমার কাজ পেতেও সমস্যা হয়। যেটা খুব খারাপ লাগে ভাবলেআমি একটা ব্যাপার পরিষ্কার করে দিতে চাই মন থেকে ও নাগরিকত্বের দিক থেকে আমি ভারতীয়। আমার কাছে ভারতের বাসিন্দা হওয়ার সমস্ত কাগজ আছে।’
নিজের পরিবারের সম্পর্কে বলতে গিয়ে আরশি জানান, ‘আমি আফগানি পাঠান। আমার পরিবার ইউসুফ জাহির পাঠান পারম্পরিক দলের সদস্য। আমার ঠাকুরদা আফগানিস্থান থেকে এদেশে চলে আসেন এবং ভূপালের জেলার ছিলেন। তাই আমার শিকড় 💯আফগানিস্তানের হলেও আমি ভারতীয় নাগরিক।’
আফগানে মেয়েদের ওপর হয়ে চলা অত্যাচার তাঁকে শান্তি দিচ্ছেনা বলেই জানান আরশি। বলেন, ‘জন্মের পরপরই আমি পরিবারের সঙ্গে ভারতে চলে আসি। কিন্তু বিগত কয়েকদিন ধরে ওখানে যা হচ্ছে, তা সহ্য করতে পারছি না। ওখানকার মেয়েদের কথা ভাবলে আমার গায়ের রোম খাড়া হয়ে যাচ্ছে। আমি শান্তি পাচ্ছি না। আমার মনে হচ্ছে, আজ ꦉযদি আমি এদেশে না আসতাম তাহলে আমারও কি এই একই অবস্থা হত?’