দূরদর্শনের হাত ধরে প্রথমবার তাঁকেই ‘রাম’ হিসাবে চিনেছিলেন টেলিভিশনের দর্শক। 'রাম' হিসাবে তাই অরুণ গোভিলকেই চেনেন সকলে।⛦ তবে এবার বড়পর্দায় নীতিশ তিওয়ারির হাত ধরে সামনে আসছেন অন্য ‘রাম’। আর এই রাম আর কেউ নন খোদ ‘কাপুর পুত্র’ রণবীর।
আর এবার রণবীরের রাম হওয়া নিয়ে মুখ খুলেছেন টেলিভিশনের রাম। রণবীরকে কি রাম হিসাবে পছন্দ হয়েছে জনপ্রিয়, খ্যতনামা অভিনেতা অরুণ গো🐠ভিলের? রণবীর কি রামের সেই ইমেজটা তৈরি করতে পারবেন, 'রাম' হিসাবে𒁏 জনপ্রিয়তা পাবেন?
অরুণ গোভিল বলেন, ‘রণবী🎃র আদৌ রামের সেই ইমেজ তৈরি করতে পরবেন কিনা তা ভবিষ্যৎই বলবে। আগে থেকে তো কিছুই বলা যায় না। তবে রণবীরের কথা যতটুকু জানি, উনি একজন ভালো অভিনেতা, পুরষ্কারপ্রাপ্ত অভিনেতা। যতটুকু ওঁকে জানি, ওঁর (রণবীর) মধ্যেনৈতিকতা, মূল্যবোধ এবং সংস্কৃতি সবই রয়েছে। ও খুবই খুব সংস্কৃতিমনা ছেলে। আমি ওঁকে বেশ কয়েকবার দেখেছি।📖 আমি নিশ্চিত যে উনি নিজের জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করবেন।’
আরও পড়ুন-হুগলি থেকে ভোটে লড়ছেন, এক্🐟🦩কেবারেই খুশি নয় ছেলে প্রণীল! কী বলছেন রচনা?
অরুণ গো💖ভিল বলেন, ‘তবে যদি রাম হিসাবে জনপ্রিয়তার কথায় আসি, তাহলে বলব, এই বিষয়টা আগে থেকে কিছুই বলা যায় না। সময়-ই সব কথা বলে। (বো হো সক্ত হ্যায় ইয়া নাহি হো সক্ত হ্যায় ভো তো সময় বাতায়েগা। পেহলে সে কুছ না কাহা জা সক্ত কিসি কে বারে মে।’
এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তা হল নীতিশ তিওয়ারির রামায়ণে রাম হ𒅌চ্ছেন রণবীর, আর সীতা হচ্ছেন সাই পল্লবী। রাবণের ভূমিকায় রয়েছেন দক্ষিণী অভিনেতা যশ। আর হনুমানের ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে। এছাড়াও লারা দত্ত এবং রাকুল প্রীত সিং কৈকেয়ী এবং সূর্পনাখা চরিত্রে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। এও শোনা যাচ্ছে যে ববি দেওলকে দেওয়া হতে পারে কুম্ভকরণের ভূমিকা।