বক্স অফিসে বাজিমাত করেছে ‘বহুরূপী’। পুজোর মরশুমেও ছবির শতাধিক শো প্রায় হাউসফুল। এই পুজো ‘বহুরূপী’ ছাড়াও মুক্তি পেয়েছে আরও দুটি ছবি 'টেক্কা' ও 'শাস্ত্রী'। তবে তিনটে বাংলা সিনেমার মধ্যেই জমিয়ে ব্যবসা করছে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ‘বহুরূপী’। তবে শুধু ছবির গল্প নয়, ছবির গানগুলিও রীতিমতো সুপারহিট! বিশেষ করে ‘ডাকাতিয়া বাঁশি’ পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে বেজেছে। আর এবার সেই গানেই আহিরীটোলায় প্রতিমা নিরঞ্জনে জমিয়ে ভাসান ডান্🍰স করেছেন কৌশানী মুখোপাধ্যায়। পাশাপাশি শশী পাঁজার সঙ্গে খেলেছেন সিঁদুরও।
আরও পড়ুন: মঞ্জুলিকার ভܫয়ে 'সিংঘম' কাঁপবে? মেগা রিলিজের সোজাসাপটা জবাব কার্তিক আরিয়ানের
‘🦹বহুরূপী’-এর বিরাট সাফল্যের জন্য একটি ভিডিয়োর মাধ্যমে দর্শক ও অনুরাগীদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছিলেন অভিনেত্রী। তাঁদের ছ🅰বিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তিনি ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। সঙ্গে তাঁদের বিজয়ার শুভেচ্ছা জানাতেও ভোলেননি।
তারপরই নায়িকা আহিরীটোলার হাজির হয়েছিলেন। সেখানে সিঁদুর খেলায় অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী। তাঁর সঙ্গে সিঁদুর খেলেছেন শশী পাঁজাও। কৌশ🦩ানী বি♍জয়ার সাজ হিসেবে বেছে নিয়েছিলেন লাল পাড় গরদের শাড়ি। মাথার খোপায় জড়িয়ে ছিলেন জুঁই ফুলের মালা। গায়ে ছিল সোনার গয়নায়। সব মিলিয়ে অভিনেত্রীকে মোহময়ী লাগছিল।
তবে কেবল সাজ আর সিঁদুর খেলা নয়, এদিন আহিরীটোলায় মায়ের বিসর্জনের তাঁর নাচ কেড়েছিল সব আলোকবৃত্ত। একেবারে কোমরে আঁচল গুঁজে রাস্তাতেই স্থানীয়দের সঙ্গে ‘ডাকাতিয়া বাঁশি’ গানের ত🍒ালে জমিয়ে ভাসান ডান্স করেছিলেন কৌশানী💜। ‘বহুরুপী’র ‘ঝিমলি’র এই দুরন্ত পারফরম্যান্স দেখতে রীতিমতো ভিড় জমে গিয়েছিল।
আরও পড়ুন: ⭕৩ কোটির দ🦂োরগোড়ায় দেব-সৃজিতের ‘টেক্কা’! 'বহুরূপী'কে কি পিছনে ফেলতে পারল?
উল্লেখ্য ছ🌸🔯বি মুক্তির আগে ধর্মতলা চত্বরেও বৃষ্টির মধ্যে ‘ডাকাতিয়া বাঁশি’ তালে নেচে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।
প্রসঙ্গত, বহুরূপী ছবিতে কৌশানী ছাড়াও রয়েছেন আবির চট্টোপাধ্যায়, তাঁকে ‘সুমন্ত ঘোষাল’-এর চরিত্রে দেখা গিয়েছিল। এছাড়াও তাঁর স্ত্রীয়ের চরিত্রে নজর কেড়েছেন ঋতাভরী চক্রবর্তী। তাঁর চরিত্রের নাম ‘পরী’। অন্যদিকে ব্যাঙ্ক ডাকাত ‘বিক্রম প্রামাণিক’-এর চরিত্রে ধরা দিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর স্ত্রীয়ের ভূমিকা ছিলেন হয়ে কৌশানি চক্রবর্তী। গত ৮ অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়💙। প্রজোযনায় উইন্ডোজ প্রোডাকশন হাউজ। আগামী ১৮ই অক্টোবর এই ছবিটি মুক্তি পেতে চলেছে রাজ্যের বাইরেও। প্রযোজনা সংস্থার এক্স হ্যান্ডেল পেজের তথ্য অনুসারে জানা গিয়েছে যে, গত ৫ দিনে প্রায় ২.৫ লক্ষ দর্শক ‘বহুরূপী’ দেখে ফেলেছেন।