যখন থেকে ঘোষণা করা হয়েছিল যে ‘ভুল ভুলাইয়া ৩’ এবং 'সিংঘম এগেইন' দুটি ছবিই দীপাবলিতে মুক্তি পাচ্ছে, তখন থেকেই দিপাবলীতে বক্স অফিসের এই বিরাট সংঘর্ষে কে জিতবে? ত🍒া নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছিল বিতর্ক।
অনেকেই বলেছিলেন কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরি অভিনীত ভুল ভুলাইয়া ৩'-এ আবার ফিরছেন😼 বিদ্যা বালান, তাছাড়াও মঞ্জুলিকার চরিত্রে নজরকাড়া মাধুরী দীক্ষিত, তাই সবটা নিয়ে এই হরর কমেডি বেশি দর্শক টানবে তা বলা🙈ই বাহুল্য।
আরও পড়ুন: 'তুমিཧ সাগরের ঢেউয়ে....', অনশনমঞ্চে মৌসুমী ভৌমিকের গান ভাইরাল, কাঁদলেন ডাক্তার অর𒁏্ণব
আবার অন্যদিকে, অজয় দেবগন ও কারিনা কাপুর খান অভিনীত রোহিত শেট্টির 'সিংঘম এগেইন' হিট কপ ইউনিভার্সের পঞ্চম ছবি। এই ছবিতে তাঁরা ছাড়াও অভিনয় করেছেন অꦫক্ষয় কুমার, টাইগার শ্রফ, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও অর্জুন কাপুর। ফলে এই ছবি নিয়েও আশাবাদী অনেকেই।
আসলে দুটি ছবিই দর্শকদের প্রিয় ফ্র্যাঞ্চাইজির অংশ। তাই দেশ জুড়ে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন দুটি ছবির জন্যই! কিন্তু কে হাসবে সে হাসি সেই প্রশ্ন বারবার উঠে আসছে। আর তাঁর মাঝেই এই প্রসঙ্গে মুখ খু🍌ললেন 'ভুল ভুলাইয়া ৩'-এর 'র𓆏হু বাবা' কার্তিক আরিয়ান।
সম্প্রতি ‘ভুল ভুলাইয়া থ্রি’-এর প্রচারে কার্তিক লেখেন, ‘দিপাবলীতে অনেকটাই ছুটি পাওয়া যায়, তাই আমার মনে হয় দুটি ছবি এই সময় বেশ ভালো ভাবে চলবে। আর ওঁ🧸দের 'সিংঘম এগেইন' অ্যাকশন ছবি আর আমাদের ছবিটি হরর কমেডি।🍌 দুটি একে অপরের থেকে অনেকটা আলাদা। তাই সংঘাতের কোনো জায়গা নেই।'
আরও পড়ুন: ৩ কোটির দোরগোড়ায় দেব-সৃজিতেꦐর ‘টেক্কা’! 'বহুরূপী'কে কি পিছনে ফেল🌺তে পারল?
কার্তিক মনে করেন, প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পাওয়া দুটো ছবি দর্শকদের কাছে উৎসবের মতো। বিশেষত এমন এক সময়ে যখন বলিউড রিলিজ কম হয়। তিনি বলেন, ‘এখন বলিউডে কম ছবি তৈরি হচ্ছে, সেই জায়গা𒊎য় দিপাবলীতে দুটি ছবি মুক্তি দর্শক হিসেবে আমার কাছে উৎসবের মতো। আমি মনে করি এই দুই ছবির জন্যই দর্শকরা সমান ভাবে মুখিয়ে রয়েছেন। আমার ওঁদের ছবিও ভালো লাগে, আমি ওঁদের ছবিটিও দেখতে যাব। আশা করি আপনারাও আমাদের ছবি দেখতে আসবেন। সব মিলিয়ে দুটো ছবি খুব ভালো চলার সুযোগ রয়েছে।’
কার্তিক আরও জানিয়েছেন যে তাঁর কাছে 'ভুল ভুলাইয়া ৩' বনাম 'সিংঘম এগেইন' নয়, বরং 'ভুল ভুলাইয়া ৩'-এ ‘রুহ বাবা’ বনাম 'মজঞ্জুলিকা'। অভিনেতা আরও জানান যে, তিনি রোহিত শেট্টি, অজয় দেবগণ ও তাঁদের কর্প ইউনিভার্স ও ‘সিংঘম’ ফ্র্যাঞ্চাইজির বড় ভক্ত।
প্রসঙ্গত, ২০২২ সালে কার্তিক ‘ভুল ভুলাইয়া ২’-এর হাত ধরে হরর কমেডি ঘরানায় আত্মপ্রকাশ করেছিলেন। তখন ভক্তরা তাকে ‘জনতা কা সুপারস্টার’✅-এর তকমাও দিয়েছিলেন। আজ তাঁর এই বিনীত সꦬাড়া দিয়ে তিনি সত্যি সে কথা আবার প্রমাণ করলেন।