হলিউডের বক্স অফিসের ইতিহাসে সম্ভবত সর্বকালের অন্যতম সফল ছবিদের তালিকায় প্রথম তিনের মধ্যে থাকবে মার্ভেলস এর 'অ্যাভেঞ্জার্স' ছবির সিরিজ। সিরিজের প্রতিটি ছবি বক্স অফিসে রেকর্ড চুরমার করে দেওয়ার পাশাপাশি জয় করে নিয়েছে দর্শকের হৃদয়। সারা বিশ্ব জুড়ে রয়েছে 'অ্যাভেঞ্জার্স' সুপারহিরোদের ফ্যান। মার্ভেল দুনিয়ার 'আয়রন ম্যান','থর','ক্যাপ্টেন অ্যামেরিকা','হাল্ক','ব্ল্যাক উইডো','হক আই' এর মতো বিখ্যাত সব সুপারহিরোরা একসঙ্গে এক ছবিতে প্রথমবার দর্শকদের সামনে হাজির হয়েছিলেন ২০১২ সালে মুক্তি পাওয়া 'অ্যাভেঞ্জার্স ' ছবির দৌলতে। আর ম🌌ুক্তি পাওয়ামাত্রই বাজিমাৎ। তবে ছবির একেবারে শেষে অর্থাৎ টাইটেল কার্ড দেখানোর অংশে দেখা গেছিল কয়েক মুহূর্তের একটি সিকোয়েন্স যেখানে ভিনগ্রহের প্রাণীদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার পর মনের সুখে এইসব সুপারহিরোরা বিখ্যাত 'শোয়ারর্মা জয়েন্ট' রেস্তরাঁয় বসে মনে সুখে আড্ডা মারতে মারতে খাবার সাঁটাচ্ছেন। অনেকটা যেন পরীক্ষা শেষে ছুটি কাটানোর মেজাজে। বলাই বাহুল্য, সুপারহিরোদের এই সাধারণ মানুষদের মতো কাজ-কম্ম,হাসি-ঠাট্টা করতে দেখে ভীষণ খুশি হয়েছিল দর্শকের দল। তার প্রমাণ আজও মুক্তির এতবছর পর 'অ্যাভেঞ্জার্স' সিরিজের এই প্রথম ছবির নির্দিষ্ট এই দৃশ্যটির দর্শকদের মধ্যে জনপ্রিয়তা।
তবে জানেন কি ছবির প্রিমিয়ারের পর এই বিশেষ দৃশ্যটির শ্যুটিং সারা হয়েছিল। তাই স্বাভাবিকভাবেই 'অ্যাভেঞ্জার্স'-এর প্রিমিয়ার শোয়ে এই দৃশ্যে দেখতে পাননি দর্শকরা। আর এই খবর স্বয়ং ফাঁস করেছিলেন 'আয়রন ম্যান' ওরফে বিখ্যাত হলিউড অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র। 'টনি স্টার্ক' জানিয়েছিলেন প্রিমিয়ারের পর তাঁরা সবাই মিলে আলোচনা চালাচ্ছিলেন বিশ্বজুড়ে এই ছবি মুক্তির আগে কোনও দৃশ্য যোগ করা যায় কি না যাতে এই ছবির গ্রহণযোগ্যতা বেড়ে যায় আরও। তারপরেই মাথায় আসে রেস্তরাঁর ওই দৃশ্যের শ্যুটিংয়ের কথা। 'শোয়ারর্মা জয়েন্ট'-টি যে 'আয়রন ম্যান' এর হোটেল থেকে সামান্য দূরেই অবস্থিত ছিল সেকথাও জানিয়েছেন এই অভিনেতা স্বয়ংไ। আসলে,'অ্যাভেঞ্জার্স' ছবির প্রায় শেষ দৃশ্যে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে 'আয়রন ম্যান'-এর বলা একটি রেস্তরাঁ সম্পর্কিত মজার সংলাপ থেকেই এই সিকোয়েন্সের শ্যুটিংয়ের পরিকল্পনা মাথায় আসে পরিচালক জো ওয়েডনের।