মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থদান করলেন আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপ। মঙ্গলবার নিজেরাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই কথা। ইনস্টায় একটি🌞 পোস্ট শেয়ার করে আয়ুষ্মান লিখেছেন, ‘এই মহামারী আমাদের হৃদয় ভেঙে দিয়েছে!’
যতদিন যাচ্ছে, খারাপ হচ্ছে মহা🎐রাষ্ট্রের করোনা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজার। গোটা রাজ্যে জারি করা হয়েছে কার্ফু। লাগু রয়েছে হাজারও বিধিনিষেধ। তারপরেও নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। উদ্ভব ঠাকরের সরℱকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার। আর তাই এবার মুখ্যমন্ত্রীকে সাহায্য করতে এগিয়ে এলেন তাহিরা ও আয়ুষ্মান।
ইনস্টা পোস্টে আয়ুষ্মান লিখেছেন, ‘গত বছর থেকেই আমরা করোনার সঙ্গে লড়াই করে চলেছি। এই মহামারী আমাদের হৃদয় ভেঙে দিয়েছে, এরকম কষ্ট আগে কখনও পা💝ইনি। সঙ্গে এটা শিখিয়েছে বিপদে কীভাবে একে-অপরের পাশে থাকা যায়।’ তাহিরার সঙ্গে যৌথভাবে তাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আয়ুষ্মান। লিখেছেন, ‘ আমরা জানি, দেশের নানা প্রান্ত থেকে মানুষ নিজেদের সামর্থ্য মতো সাহায্য করছে। আমি আর তাহিরা তাঁদের সবা♔ইকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের এই কাজে উদ্বুদ্ধ করেছে।’
আয়ুষ্মান আরও লিখেছেন, ‘প্রথম থেকেই তাহিরা আর আমি চেষ্টা করে চলেছি দেশ🅺ের এই বিপদে সকলের পাশে থাকার। আর তাই মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থদান করলাম। এখন সময় 🔯একজোট হয়ে সকলে সকলের পাশে থাকার। যতটা সম্ভব মানুষকে সাহায্য করার।’
এদিকে, মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ৪৩ লাখ ৪৩ হাজার ৭২৭ জন আক্রান্ত। অ্যাক্টি💃ভ কেস ৬ লাখ ৭৪ হাজার ৭৭০। মৃত্যু হয়েছে ৬৫,২৮৪ জনের।