'আংরেজি মিডিয়াম' ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন প্রয়াত অভিনেতা ইরফান খান। পাশ🅠াপাশি তাঁকে জীবনকৃতী সম্মান (লাইফটাইম অ্যাচিভমেন্ট) পুরস্কারেও ভূষিত করা হয়। স🔯দ্য অনুষ্ঠিত ৬৬তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের আসরে ইরফান পুত্র বাবিল খান এই দুটি পুরস্কার গ্রহণ করেন।
স্টেজে বাবার পোশাক পরেই পুরস্কার নিতে গিয়েছিলেন বাবিল খান। সেই প্রসঙ্গে একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে পোস্ট করেন তিনি। ভিডিয়ো পোস্টের পাশাপাশি বাবিল উল্লেখ করেছেন,'এই পোশাকের পিছনে যে গল্পটা রয়েছে তা হল বাবা ফ্যাশন শোতে অংশ নিতে পছন্দ করতেন না। তবে এই পোশাকেই নিজের📖 এই অপছন্দের অভ্যেসকে ভেঙেছিলেন বাবা। আমিও কাল রাতে সেটাই করেছি। নতুন একটা জায়গায় নিজেকে স্বাচ্ছন্দ্য করার চেষ্টা করছিলাম আমি।'
জয়দীপ আহলাওয়াত, রাজকুমার রাও এবং আয়ুষ্মান খুরানার কাছ থেকে ইরফানের পুরস্কার পাওয়ার সময় বাবিল তার গ্রহণযোগ্যতা নিয়ে পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, 'মা আমাকে তৈরি হতে সাহায্য করছেন- জয়দীপ অহলওয়াত, আয়ুষ্মান খুরানা এবং রাজকুমার রাওয়ের হাত থেকে বাবার জন্য পুরস্কার নেওয়ার সময় আমি বলেছি, এটা আমার কথা বলার জায়গা নয়। লোকজন সব সময়ই বলে তুমি বাবার জুতোয় পা গলাতে পারো না, কিন্তু অন্ততপক্ষে আমি তাঁর পোশাকে নিজেকে ফিট করতে পেরেছি। আমি গোটা ইন্ডাস্ট্রি এবং দর্শকদে💜র কাছে কৃতজ্ঞতা জানাই যাঁরা আমার প𝓀রিবারকে এত ভালোবাসা দিয়েছেন। এবং আমি প্রতিজ্ঞা করছি, আমরা সবাই মিলে ভারতীয় সিনেমাকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাব।'