ইরফান খান না ফেরার দেশে পাড়ি দিয়েছেন দেখতে দেখতে ৪ বছর হতে চলল। আজও মাঝে মধ্যেই বাবিল খানের কথায় 𒉰উঠে আসে তাঁর বাবার প্রসঙ্গ। যদিও ইরফান খান কেবল তাঁর বাবা ছিলেন না, ছিলেন তাঁর প্রিয় বন্ধুও। কিন্তু এদিন একটি সাক্ষাৎকারে তিনি জানান তাঁর বাবার খ্যাতি, পরিচিতি তাঁর এবং তাঁর বাবার মধ্যে একটা দূরত্ব তৈরি করেছিল। একই সঙ্গে তিনি জানান তাঁর বাবা সবাইকে ভালো রাখতে চাইতেন।
ইরফান খানকে নিয়ে কী জানালেন বাবিল খান?
এদিন বাবিল খান মেনস এক্সপিকে দেও𒁃য়া একটি সাক্ষাৎকারে জানান তাঁর বাবার খ্যাতি, পরিচিতি কীভাবে তাঁর এবং তাঁর বাবা ইরফান খানের সম্পর্ককে প্রভাবিত করেছিল।
বাবিল খান এদিন কথাপ্রসঙ্গে জানান তিনি🅠 যখন ছোট ছিলেন বাবার সঙ্গে কোথাও বেরোলে তাঁর বাবাকে অনেক সময়ই তাঁর গুণমুগ্ধরা তাঁর থেকে আলাদা করে দিত। এমন꧂কি তাঁর বাবার ব্যস্ত শিডিউলের জন্যও যে বাবিল ইরফানকে অনেকটা বেশি সময় কাছে পেতেন তেমনটা নয়। কিন্তু যতক্ষণ সময় তাঁরা একসঙ্গে কাটাতেন সেটা দারুণ ভাবে উপভোগ করতেন।
ইরফান খান যখন লম্বা শ♋িডিউলের জন্য চলে যেতেন তখন খুব অল্প সময়ের জন্য বাবার দেখা পেতেন বাবিল। তাঁর কথায় তাঁর বাবা হয়তো মাত্র দিন ১৫ তাঁর কাছে থাকতেন। তারপর ৪ মাস আর দেখা পেতেন না। আর এটা করতে গিয়েই একা হয়ে যাওয়ার একটা ভয়, নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল বাবিলের মধ্যে। কিন্তু এত সবের পরেও বাবিলের কাছে তাঁর বাবাই সেরা।
আরও পড়ুন: আবির গানে দোলের আগেই রাঙিয়ে দিলেন ইমন, বসন্ত🐼 উৎসবে মাতালেন ঊষা উত্থুপ - জোজো - ফকিরারা
আরও পড়ুন: চিকি🐽ৎসকের বা𒁏রণ উপেক্ষা করে হুইলচেয়ারে বসেই ভুল ভুলাইয়া ৩-এর কাজ শুরু করলেন আনিস বাজমি!
প্রসঙ্গত খুব অল্প সময়ের মধ্যেই নজর কেড়েছেন বাবিল খান। তিনি কলা ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন। এরপর তাঁকে রেলওয়ে মেন ছবিতে দেখা গিয়েছিল। আগামীতে তাঁক🔥ে সুজিত সরকার পরিচালিত ছবি দ্য উমেশ ক্রণি𒅌কেলে দেখা যাবে। সেখানে তাঁর সঙ্গে থাকবেন অমিতাভ বচ্চন।