ছবি মুক্তির ঠিক দশদিন আগেই মুক্তি পেল বাঘা যতীন ছবির ট্রেলার। বাংলার বাঘের জীবনের গ𓂃ল্প, তাঁর সঙ্গে জড়িয়ে থাকা, বাংলার ইতিহাসের বীর বিপ্লবীদের গল্প ফুটে উঠবে এখানে। ইতিমধ্যে ট্রেলার থেকে ছবির গান সকলের মনেই জায়গা করে নিয়েছে। আর এই ছবি মুক্তির আগেই পর্দার বাঘা যতীন ওরফে দেব তাঁর গোটা টিমের সঙ্গে আলাপ করালেন। জানালেন আরও একাধিক তথ্যও।
বাঘা যতীন টিমের সঙ্গে দেব
এদিন দেব তাঁর ꩵছবির গোটা টিমের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বলেন, 'এই হল আমার পরিবার, আমার বাঘা যতীন পরিবার। বাঘা যতীন এখন আর ছবি নেই। এটা একটা আবেগ হয়ে গিয়েছে। আমরা আবার হয়তো সবাই যে যার নিজের মতো আলাদা আলাদা ছবি করব, কাজ করব, গান লিখব, অভিনয় করব, কিন্তু আমাদের সবার জীবনে বাঘা যতীনের মতো ছবি হয়তো আর ফিরবে না। এটা ছবির থেকে আমাদের কাছে অনেক বেশি কিছু।'
চ্যালেঞ্জ থেকে বাঘা যতীন - দেবের সফর কেমন এই ইন্ডাস্ট্রিতে?
এদিন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে অনেকেই উপস্থিত ছিলেন। সেখানে এক ব্যক্তি দেবকে জিজ্ঞেস করেন তিনি এই ইন্ডাস্ট্রিতে অনেক বছর কাটিয়ে ফেলেছেন, আই লাভ ইউ, চ্যালেঞ্জের মতো ছবি থেকে বাঘা যতীন। দেব নিজেকে অনেক ভেঙেছেন, গড়েছেন। কিন্তু এই গোটা সফরটা তাঁর কেমন লাগছে? উত্তরে দেব বলেন, 'সময় পাইনি ভাবার। আসলে এতটাই কাজে ডুবে থাকি, ব্যস্ত থাকি, তাই আমি এটা নিয়ে কখনই ভাবি না যে কী কী কর এলাম। কারণ এখনও অনেক কাজ করা বাকি আছে, অনেক ইতিহাস লেখা বাকি আছে, অনেক চরিত্র করা ব൩াকি আছে। তাই যদি বেঁচে থাকি, যখন বুড়ো হবো তখন ভাবব যে অভিজ্ঞতাটা ঠিক কেমন ছিল। এখন অভিজ্ঞতা সঞ্চয় করছি।'
আরও পড়ুন: ‘জওয়ান,পা🌠ঠান যেখান থেকে করেছে…’, বাঘাযতীনের গানের প্রযুক্তিতে লেগেছে বিশাল টাকা, ফাঁস করলেন দেব
আরও পড়ুন: দেব ছাড়া বাংলা ছবিকে কেউ 𒆙ব্যবসা দিচ্ছে না? বিতর্কের উত্তরে কী বললেন 'বাঘা যতীন'?
নেতিবাচক মন্তব্য নিয়ে দেব
বাঘা যতীন, ব্যোমকেশ ইত্যাদির মতো চরিত্র করার জন্য দেবকে নানা সময় নানা সমালোচনার মধ্যে পড়তে হয়েছে, হচ্ছে। সেটা নিয়ে দেবের কী বক্তব্য? উত্তর অভিনেতা তথা সাংসদ একটাই কথা বলেন, 'লোক তো বলবেই নানা কথা, তাতে কী এল গেল? আমি এখানে ইতিহাস বা✨নাতে এসছি। আমি ইতিহাস তৈরি করেই ছাড়ব। বাকিটা শুক্রবার দেখা যাবে।'