বাংলাদেশের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে নাম আসে অনন্ত জলিলের। এমনকী, এপার বাংলাতেও তাঁর খ্যাতি কিছু কম নয়। তবে হঠাৎই অনন্ত জলিলের একটি সাক্ষাৎকারের ক্লিপিংস নিয়ে শুরু হয়েছে ব্যাপক ট্রোল। কারণ তিনি নিজেকে সেখা🔜নে উল্লেখ করেছেন বাংলাদেশের জেমস বন্ড বলে।
অ্যাকশন-থ🥀্রিলারধর্মী সিনেমায় দেখা যাবে অনন্ত জলিলকে খুব শীঘ্রই। বাংলাদেশের সব থেকে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানা হিসেবে আসবেন পর্দায়। আর সেই সিনেমা প্রসঙ্গে কথা বলতে গিয়েই জলিল জানালেন, বাংলাদেশের মানুষ নাকি তাঁ꧋কে ‘জেমস বন্ড’ মনে করে।
অনন্ত জলিল শুধু নায়ক নন, ছবির প্রযোজকও। এর আগেও পাঠানের শাহরুখ খানের চরিত্রের সঙ্গে নিজের তুলনা টেনে নেটপাড়ার হাসির খোরাক হয়েছিলেন। আর এবার সরাসꦫরি হলিউড থেকে জেমস বন্ডকে টেনে আনায় ট্রোলের মাত্রা আরও বাড়ল!
কী বলেছিলেন অন্তত জলিল?
ভাইরাল হওয়া একাধিক ভিডিয়োতে দেখা যাচ্ছে অনন্ত জলিল বলছেন, ‘বালাদেশের মানুষ আমাক♈ে বাংলার জেমসবন্ড বলে। ফেসবুকে কোনও ছবি পোস্ট করলেই দেখি তার নীচে এমন মন্তব্য൩ অনেকেই করে।’
আরও পড়ুন: ‘ভারত-পাক যুদ্ধ’ থেকে মুখ ফেরাল ভারতীয়রাই! ঠান্ডা বাজর,অষ্টম দিনে কত ꦐআয় ফাইটারের
এর আগে অনন্ত জলিলের বউ বর্ষার একটি ভিডিয়োও বেশ আলোচনায় এসেছিল। যেখানে এক সাক্ষাৎকারে বাংলাদেশের এই নায়িকাকে বলতে শোনা গিয়েছিল, তিনি নাকি একবার পরার পর পোশাক আর গায়ে তোলেন না। আর এই কারণে অনেক ডিজাইনার শাড়ি, গাউনও দিয়ে দেন বাড়ির পরিচারককে। এমনকী বর্যার এই ভিডিয়োর সঙ্গে অনেকেই জুড়ে দিয়েছিল বলিউডের অভিনেত্রী আলিয়ার ভিডিয়ো। যে♏খানে তাঁকে বলতে শোনা যাচ্ছিল, পোশাক রিপিট করা আমাদের উচিত সকলের। এতে যেমন খরচ বাঁচে, তেমন ভালো থাকে বাস্তুও।
আরও পড়ুন: ক্রুষ্ণার সঙ্গে ঝামেলা ভুলে ভাগ্নির বিয়েতে গোবিন্দা! কাকে বিয়ে༒ করছেন আরতি সিং
যদিও পরে বর্ষা অপর একটি সাক্ষাৎকারে বলেন, তাঁর কথার ভুল ধারণা করা হয়েছিল। তিনি বোঝাতে চেয়েছিলেন ডি🐭জাইনার পোশাক যা তিনি নানা ইভেন্টে পরে থাকেন, সেগুলোকে পুণরায় পরেন না আর। রোজকার পোশাকের কথা নাকি তিনি বলেননি।
আরও পড়ুন: ‘আমার তো ছাপা শাড়ি নেই…’, শোভনের অনুপ্রেরণাতেই রাজনীত♎িতে, জানালেন বৈশাখী
বর্তমানে কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা মাসুদ রানা সিরিজের ‘অপারেশন চিতা’ অবলম্বনে করা হচ্ছে ‘চিতা’ সিনেমা। আর এতে মাসুদ রানা হিসেবে দেখা যাবে অনন্ত জলিলকে। এর আগেও মাসুদ রানা এসেছে বড় পর্দাতে। ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে তৈরি হয়েছিল ‘এমআর-৯ : ডু অর ডাই’। যা মুক্তি পেয়েছিল ২০২৩ সালের ২৫ অগস্ট। তবে তাতে মাস🦹ুদ রানা চরিত্রে ছিলেন এবিএম সুমন। কিন্তু সেটি ডাহা ফ্লপ করে। শোনা🎀 যায়, ৮৩ কোটি বাজেটের সিনেমাটি নাকি তৈরির খরচও ঘরে তুলতে পারেনি। এবার দেখার ‘বাংলার জেমস বন্ড’ কী খেল দেখান।