বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন ওপার বাংলার প্রযোজনা সংস্থা আলফা আই স্টুডিওস লিমিটেড। অপূর্বের বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও আর্থিক তছরুপের অভিযোগ তোলে প্রযোজনা সংস্থা ‘আলফা আই’। অপূর্বর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠায় প্রযোজনা সংস্থা। বিষয়টি নিয়ে টেলিপ্যাব (টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রোডিউসারস অ্যাসোসিয়েশন অব🌳 বাংলাদেশ) ও বাংলাদেশের ‘অভিনয় শিল্পী সংঘ’-এর কাছে অভিযোগ জানানো হয়।
শনিবার মধ্যরাতে টেলিপ্যাব ও অভিনয়শিল্পী সংঘের মধ্যস্থতায় সমাধান হয়। সম্প্রতি দু’পক্ষ আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নিয়েছে। সংস্থার অভিযোগ ছিল, অপূর্ব ২৪ টি নাটকে অভিনয় করার জন্য ৫০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়ে, মাত্র ৯টি নাটকে কাজ করেছেন। এবং এই ৯ টি নাটকে কাজ করে ৩৩ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে সংস্থার সঙ্গে অপূর্ব যাবতীয় যোগাযোগ বন্ধ করেছেন বলেও অভিযোগ তুলেছিলেন এই সংস্থা। এমনকী, টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপাব) এবং অভিনয় শিল্পী সংঘের কাছে বিচার চেয়ে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছিল আলফা আইয়ের তরফে। আরও পড়ুন: সলমনের হাত ধরে�� বলিউডে ডেবিউꦺ করছেন আরহান? ছেলেকে নিয়ে ‘বিশেষ কথা’ জানালেন আরবাজ
শনিবার রাতে টেলিপাব ও ‘অভিনয় শিল্পী সংঘ’-এর তরফে একটি যৌথ বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে যে সম্পূর্ণ বিষয়টি চুক্তি সম্পর্কিত জটিলতা থেকেই উঠে এসেছে। অপূর্বের অর্থ আত্মসা🤪ৎ করার বিষয়টি গুজব। ওই বিবৃতিতে জানানো হয়েছে, প্রযোজক ও অভিনেতা- দু’পক্ষই চুক্তি অনুযায়ী কাজ করেননি। লেখা হয়েছে, ‘চুক্তি অনুযায়ী জিয়াউল ফারুক অপূর্ব ৯টি নাটকে অভিনয় করেছে🔯ন। এবং বাকি নাটকগুলি উভয় পক্ষই আর না করার বিষয়ে একমত হয়েছেন।’
নতুন খবর অনুযায়ী, অপূর্বর সঙ্গে ব্যক্তিগত বৈঠকের পরে এই সংঘাতের ইতি হয়েছে। সংস্থা ও অভিনেতা দুপক্ষই এই নিয়ে বিবৃতি প্রকাশ করেছেন সোশাল মিডিয়ায়। দু’পক্ষের মধ্যস্থতা বৈঠকে উপস্থিত ছিলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল, টেলিপ্যাব সভাপতি মনোয়ার পাঠান, সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাস𒁃িম ও সওাধারণ সম্পাদক রওনক হাসান।
সমস্যা মিটতেই সকলকে ধন্যবাদ জানিয়েছেন অপূর্ব। বাংলা𒁃দেশের এক সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘দীর্ঘ দিন ধরেই এই ইন্ডাস্ট্রিতে আমার পথচলা। একটা ভালো ইমেজ নিয়েই আমি এখানে কাজ করে যাচ্ছি অবিরাম। আমার সম্পর্কে সেই ধারণা সবার মধ্যেই আছে। আমি অন্যায় করব, এমন তো নয়। আমাদের দুই পক্ষেরই পুরোপুরি ভুল বোঝাবুঝি হয়েছিল, তা ছাড়া কিছুই না।’ কিন্তু বিষয়টি এত দূর গড়ানোর আগেই সমাধান করা যেত কি না—এ ব্যাপারে অপূর্বর বক্তব্য, ‘অবশ্যই আগেই এটি নিজেরা বসে সমাধান করা যেত। এত দূর গড়ানোটা এড়ানো যেত। আমরা নিজেরা বসে সুন্দর করে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে পারতাম। শুধু এটিই নয়, যেকোনো কাজই বসে সুন্দর করে কথা বলে🐎 সমাধান করা সম্ভব।’