প্রয়াত 🌃বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী 'চাইম' ব্যান্ডের ভোকালিস্ট খালিদ। আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তিনি। ঢাকার গ্রিনরোডের একটি বেসরকারি হাসপাতালে সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালিদ। বয়স হয়েছিল ৫৬ বছর।
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন সঙ্গীতশিল্পী। খালিদের মৃত্যুর খবরটি সংবাদমাধ্যমে জানিয়েছেন বাংলাদেশের সঙ্গীতশিল্পী ও উপস্থাপক তানভীর তারেক। তিনি জানান, সন্ধ্যার পরে অসুস্থ বোধ করেন খালিদ। সেই সময় বাড়িতে ছিলেন সঙ্গীতশিল্পী। বাড়ি থেকে তাঁকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আরও পড়ুন: আরিয়ানের D'YAVOL X-এর একটা জ্যাকেটের দাম লাখ টাকার🔴 মতো! তাও কেন কিনছেন খদಌ্দেররা
‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’— এরকম অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা খাদিল। যার গান একসময় পাড়া-মহল্লার বিভিন্ন শ্রোতাদের মুখে মুখে থাকত, বাজত বিপণি-বিতানসহ বিভিন্ন দোকানে। তাঁকে আশির দশকে মানুষ চিনত ‘চাইম’ ব্যান্ডের খালিদ নামে। আরও পড়ুন: 🗹‘মেসবাড়ি’র গল্প বলবেন খেয়ালী, বিশ্বনাথ, দেবদূতরা! মুক্তি পেল শরꦬ্ট ফিল্মের ট্রেলার