বক্স অফিসে গদর ২-এর রমরমা, ৪০০ কোটির লক্ষ্যে এগোচ্ছে সানি দেওলের এই ছবি। এর মাঝেই রবিবার সামনে আসে চমকে যাওয়ার মতো খবর! ৫৬ কোটি টাকা ঋণের দায়ে জর্জরিত ধর্মেন্দ্র-পুত্র। ব্যাঙ্ক অফ বরোদার তরফে জুহুর বাংলো নিলামে তোলার নোটিশ জারি করা হয়। কিন্তু চব্বিশ ঘন্টা যেতে না যেতেই সেই নোটিশ প্রত্যাহার করল ব্যাঙ্ক। সোমবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে ব্যাঙ্ক অফ বরোদা। আরও পড়ুন- গদর-২ ব্ল𒊎কবাস্টার, এদিকে সানি দেওলের ৫৫ কোটি ধার বাকি, ಌজুহুর বাংলো বেচে দিচ্ছে ব্যাঙ্ক
৯ সেপ্টেম্বর এই জ🐠ুহুতে অবস্থিত সেই সম্পত্তি নিলাম করা হবে এমনটাও ঘোষণা করা হয়েছিল। ব্যাঙ্কের কাছে প্রায় ৫৬ কোটির ঋণ নেন গদর ২ তারকা, মগটেজ হিসাবে রেখেছিলেন এই বাংলো। 💫কিন্তু সময়মতো ঋণের কিস্তি মেটাননি।
বকেয়া টাকা পুনরুদ্ধারের জন্য সানির জুহুর বাংলো বিক্রি করা হচ্ছিল কিন্তু হঠাৎ করেই সব বন্ধ হয়ে গেল! কিন্তু কেন সানির বাংলোর নিলামি করবে না༒ ব্যাঙ্ক? বিবৃতিতে জানানো হয়েছে, ‘ই-অকশন নোটিশে সংশোধনী, অজয় সিং দেওল ওরফে সানি দেওলের যে সম্পত্তি নিলামে তোলা হওয়ার কথা জানানো হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে টেকনিক্যাল কারণের জেরে’। কিন্তু কী সেই টেকনিক্যাল কারণ তা স্পষ্ট করেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে ব্যাঙ্ককে ঋণের কিস্তি মেটাননি সানি দেওল। রবিবার যে নোটিশ জারি করা হয়েছিল সেখান থেকে জানা যায়, এই সম্পত্তির রিজার্ভ প্রাইজ রাখা হয়েছে ৫১.৪৩ কোটি টাকা। থেকেই জানা যায়, সানি ভিলার পাশাপাশি সানি সাউন্ডও নিলামে উঠবে। দেওলের যৌথ সম্পত্তি সানি সাউন্ড। সানি সাউন্ড কোম্পানিকে গ্যারেন্টার হিসাবে দেখানো হয়েছিল লোন নেওয়ার সময়। সানির বাবা, প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে অনুদানকারি হিসেবে দেখানো হয়েছে নথিতে। আরও বলা হয়, SARFAESI ২০০২ আইনানুসারে সময়মতো দেওলরা ঋণের টাকা মিটিয়ে বাংলোকে নিলামে ওঠবার হাত থেকে রক্ষা করতে পারে। এখন প্রশ্ন, তবে কি ব্যাঙ্কের বকেয়া♒ টাকা মিটিয়ে দিলেন গুরদাসপুরের বিজেপি সাংসদ?
প্রসঙ্গত, দ্বিতীয় রবিবার গদর ২ আয় করেছে ৩৯ থেকে ৪০ কোটি টাকা! যা এক কথায় অভাবনীয়। হিন্দি মার্কেটে নতুন রেকর্ড কায়েম করলেন সানি দেওল। রবিবার ৪০ কোটি টাকা কামাইয়ের ফলে দ্বিতীয় সপ্তাহান্তে গদর ২-র কালেকশন ছুঁল ৯০ কোটি টাকা। এর আগে কোনও ছবি হিন্দি মার্কেটে দ্বিতীয় সপ্তাহে এত বিরাট অঙ্কের কালেকশন করেনি। এতদিন এই রেকর্ড ছিল বাহুবলি টু-এর দখলে। পাঁচ বছর আগে মুক্তি পাওয়া প্রভাসের ছবির দ্বিতীয় সপ্তাহান্তে আয় ছিল ৮০𓆉 কোটির কাছাকাছি, সেই রেকর্ড ভেঙে দিলেন সানি-আমিশারা।
প্রথম দশ দিনে দেশের বক্স অফিসে এই ছবির আয় দাঁড়িয়েছে ৩৭০ কোটি টাকা। ট্র👍েড অ্যানালিস্টদের ধারণা মঙ্গল অথবা বুধবারেই ৪🤪০০ কোটির ক্লাবে নাম লেখাবে এই ছবি।