গদর-২ সাফল𝓡্যের পর থেকে দিন নেহাত মন্দ কাটছে না সানি দেওলের। তবে সুখের দিনেই এল খারাপ খবর। সানির গদর ২ যখন বক্স অফিসে ৩০০ কোটি টাকা ঘরে তুলেছে, ঠিক তখনই ৫৫ কোটি বকেয়া থাকার নোটিশ পাঠাল ব্যাঙ্ক অফ বরোদা। টাইমস ন𝐆াউ-এর প্রতিবেদন অনুসারে সানির এই বকেয়া টাকা পুনরুদ্ধারের জন্য সানির জুহুর সম্পত্তি বিক্রি করা হচ্ছে।
এদিকে ব্যাঙ্ক অফ বরোদার নোটিশের ছবি টাইমস নাউ-এর প্রতিবেদন উঠꦗে এসেছে। এতে বলা হয়েছে জুহুর সম্পত্তি ৯ সেপ্টেম্বর নিলাম করা হবে। সানির বাবা, অভিনেতা ধর্মেন্দ্রকে অনুদানকারী হিসাবে দেখানো হয়েছে। দেওল পরিবারের তরফে এখনও এই বিষয়ে মন্তব্য করা হয়নি।
আরও পড়ু🅘ন-দীর✱্ঘ তিক্ততা ভুলে কাছাকাছি দেওল পরিবারের সৎ ভাইবোনেরা, সানি-ববিকে রাখি পরাবেন এষা!
আরও পড়ুন-Gadar 2-Border 2: গদর-২ এর সাফল্যের পর এবার বর্ডার-২♍নিয়ে আসছেন সানি, থাকছেন আর 𒉰কারা?
এদিকে সানি দেওলের গদর-২ একটি ব্লকবাস্টার ছবি হয়েছে। বক্স অফিসে এই ছবির ব্যবসা দেশিয় বাজারে ৩০০ কোটি টাকারও বেশি আয় করেছে। তথ্য় বলছে, বর্তমানে সানি-আমিশার এই ছবির আয় বর্তমানে ঘরোয়া বক্স অফিসে ৩৩৬ কোটিতে দাঁড়িয়েছে। আর গদর-২ সাফল্য দেখে বর্ডার-২ বানানোর পরিকল্পনা করে ফেলেছেন পরিচালক জেপি দত্ত ও তাঁর মেয়ে নিধি দত্ত। ১৯৯৭ সালে ব্লকবাস্টার হিট ‘বর্ডার’ ছবিটি পরিচালনা করেছিলেন জেপি দত্ত, এবার তিনি এর সিক্যুয়াল ছবির প্রযোজনা করবেন বলে খবর। বিটাউনে জো♕র খবর, খুব শীঘ্রই নাকি ‘বর্ডার ২’-র কথা আনুষ্ঠানিক ঘোষণা হবে।
প্রসঙ্গত, ১৯৯৭-এ ‘বর্ডার’ ছবিটি ছিল ব্লকবাস্টার, যেখানে অভিনয় করেছিলেন জ্যাকি শ্রফ, সুনীল শেঠি, অক্ষয় খান্না, সুদেশ বেরি, পূজা ভাট, তাবু, সর্বাণী মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা। ছিলেন রাখী, কুলভূষণ খারবান্দা এবং পুনীত ইসার। তবে বর্ডার꧃-২ তে পুরনোদের মধ্যে শুধু থাকছেন সানি দেওল, বাকিরা সকলেই নতুন। বাকি বর্তমান প্রজন্মের অভিনেতাদেরই নেওয়া হবে বলে খবর।