কয়েক বছর আগไে অভিযোগ ওঠে যে বারাসাতে একটি চক্র চলছে যেখানে মহিলাদের সিনেমাℱ সিনেমায় কাজের সুযোগ দেওয়ার টোপ দেখিয়ে ব্লু ফিল্মের শ্যুটিং করা হতো। এবার সেই কেসে ৬ জনকে ১০ বছরের জেলের নির্দেশ দেওয়া হল।
আরও পড়ুন : ভেঙেছে পুরোনো সম্পর্ক, নতুন প্রেমে মজে ঋতাভরী, তারই মাঝে কেন বললেন 'কামযন্ত্রণ🌺ায় ছট💜ফট করি না ...' ?
কী ঘটেছে?
২০২১ সালে অভিযোগ ওঠে যে সিরিয়াল, ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ দেওয়া হবে বলে একাধিক মহিলাকে টোপ দেওয়া হতো। তারপর তাঁদের রীতিমত বাধ্য করা হতো নীল ছবিতে অভিনয় কর♊তে। শুধুই কি তাই? এমনও অভিযোগ ওঠে যে কেউ রাজি না থাকলে বা অন্যান্য সময় মহিলাদের মাদক খাইয়ে সংজ্ঞাহীন করে পর্ন ফিল্ম শ্যর করা হতো। ওই ভিডিয়ো দেখিয়ে তাঁদের আবার ব্ল্যাকমেল করা হতো যে আরও একই রকম ভিডিয়োতে তাঁরা যেন কাজ করে।
আরও পড়ুন : সা রে গা মা পা -𒐪এ তিথির গলায় 'একবার বিদায় দে মা' শুনে কেঁদে ভাসালেন জাভেদ - কৌশিকী! সান্ত্বনা শান্তনুর
জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনা তো বটেই, দক্ষিণ চব্বিশ পরগনা, নিউটাউন, বকখালি, সহ একাধিক জায়গার মহিলারা এই ফাঁদে পড়েছিলেন। এরপর পুলিশে অভিযোগ ꧋দায🉐়ের হতে শুরু হয় তদন্ত। বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে এক এক করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
গত শুক্রবার বারাসাত আদালতের বিচারপতি অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে। এরপর এই ৬ জনকে ১০ বছরের কারাদণ্ডের🍎 নির্দেশ দিয়েছে।