২০২৪ সালের অর্ধেক পথ শেষ। জুলাই মাসে পা দিয়েছে টলিউড। প্রথম ছ'মাসে বক্স অফিসের হালহাকিকত কেমন? তার সার্বিক একটা ছবি সামনে এল। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছবিগুলোর মধ্যে এক নম্বরে রয়েছে ‘অযোগ্য’। যদিও দেবের প্রধান মুক্তি পেয়েছিল ২০২৩-এর শেষ সপ্তাহে। অযোগ্য-র থেকে অনেকটাই এগিয়ে দেবের প্রধান। আরও পড়ুন-প্রসেন-পর্ণা ম্যাজিকের সꦉামনে ফিকে জিৎ-রুক্মিণী, ১ম সপ্তাহে বুমেরাং-কে ছাপিয়ে গেল অযোগ্য! কত আয়?
বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে উত্তম-সুচিত্রার পর এত ‘যোগ্য’ জুটি আর হয়েছে কিনা সেই নিয়েই সন্দেহ রয়েছে। তবুও প্রসে🎐নজিৎ-ঋতুপর্ণার ৫০তম ছবির নাম ‘অযোগ্য'। এই জুটির ম্যাজ🅰িক দেখতে হলে উপচে পড়েছে দর্শক। sacnilk-এর রিপোর্ট অনুসারে এক মাসে এই ছবির ঝুলিতে রয়েছে ২.৫২ কোটি টাকা। অন্যদিকে কেবলমাত্র জাতীয় মাল্টিপ্লেক্স চেনের কালেকশনের নিরিখে অযোগ্যর ঝুলিতে রয়েছে ৯২ লাখ।
অন্যদিকে একইদিনে মুক্তি পাওয়া জিৎ-রুক্মিণীর বুমেরাং-এর ঝুলিতে রয়েছে ১.০২ কোটি। জাতীয় মাল্টিপ্লেক্সে এই ছবির কামাই মাত্র ২৭ লক্ষ টাকা। এই বছর বাংলার বক্স অফিসে সবচেয়ে বড় চমক মানসী সিনহার 𒀰এটা আমাদের গল্প। এই ছবি জাতীয় মাল্টিপ্লেক্স চেনে দুর্দান্ত ব্যবসা করেছে। আয় প্রায় ৬৮ লক্ষ টাকা। বিশ্ব বক্স অফিসে ছবির মোট কালেকশন ১.৯১ কোটি টাকা অর্থাৎ অযোগ্যর পর এই ဣবছরের সবচেয়ে ব্যবসা সফল ছবি এটি। যদিও ছবির বাজেটের হিসাবে অযোগ্যর চেয়ে বেশি টাকা লাভ করেছে এই ছবি।
এক নজরে ২০২৪-এর সবচেয়ে সফল বাংলা ছবি (মাল্টিপ্লেক্স চেনে)
১. অযোগ্য: প্রায় ৯২ লাখ ( চার সপ্তাহ)
২. এটা আমাদের গল্প: প্রায় ৬৮ লক্ষ (সপ্তম সপ্তাহ)
৩. নয়ন রহস্য: প্রায় ৫৩ লাখ ( সপ্তম সপ্তাহ)
৪. অতি উত্তম: প্রায় ৫০ লাখ ( অষ্টম সপ্তাহ)
৫. বুমেরাং: প্রায় ২৭ লাখ (চতুর্থ সপ্তাহ)
এক মাসে অযোগ্য, এটা আমাদের গল্প ও বুমেরাং-এর মোট কালেকশন
অযোগ্য- ২.৫২ কোটি টাকা
এটা আমাদের গল্প- ১.৯১ কোটি টাকা
বুমেরাং- ১.০২ কোটি টাকা
১৪ বছরের বনবাসের পর ফের হিটের হ্যাটট্রিক দিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি।🌼 সম্পর্কের টানাপোড়েন, চাওয়া-পাওয়ার প্রেক্ষাপটে সাজানো কৌশিকের এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিলাজিৎ মজুমদার। অন্যদিকে জিৎ-রুক্মিণী জুটির প্রꦬথম ছবি বুমেরাং। দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে এই ছবিও। তবে নিঃসন্দেহে এই বছরের বক্স অফিসের ডার্ক হর্স এটা আমাদের গল্প। এছাড়া আবির-মিমির আলাপও মাল্টিপ্লেক্সে ভালো ব্যবসা করেছে। জাতীয় মাল্টিপ্লেক্সে এই ছবির আয় ২৬ লাখের আশেপাশে।