৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে বাংলা ছবি ‘পারিয়া’। পথ সারমেয়দের নিয়ে গল্পের জাল বুনেছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়। চলতি সপ্তাহের মঙ্গলবার থেকেই দর্শকের ভালোবাসায় 🍌বেড়েছে হল সংখ্যাও। কিন্তু বাধ সাধল নন্দন। টলিপাড়ায় যে কোনও পরিচালকই চান, যাতে নন্দনে তাঁর ছবিটি দেখানো হয়। প্রথম সপ্তাহে জায়গা পেলে🐎ও দ্বিতীয় সপ্তাহে নন্দনে ছবির প্রদর্শন বন্ধ করা হয়েছে।
পথকুকুরদের উপর নির্যাতনের প্রতিবাদে এই ছবিতে বার্তা দেওয়া হয়েছে। কলকাতার ‘নন্দন ২’-এ চলছিল ‘পারিয়া’। টানা হাউজফুল ছিল সেখানে। এ বার রাজ্য সরকার পরিচালিত এই প্রেক্ষাগৃহের বিরুদ্ধে অভিযোগ আনলেন সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘পারিয়া’র নির্মাতারা। আগামী সপ্তাহে ‘নন্দন ২’ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এই ছবি। ফলে আশাহত নির্মাতারা। আরও পড়ুন: ‘ক্যাট’ নামটা অপছন্দের, নিজের কোন ꦬডাকনাম পছন𝓀্দ ক্যাটরিনার, ফাঁস করলেন নায়িকা
বৃহস্পতিবার প্রত্যেক প্রেক্ষাগৃহের আগামী সপ্তাহের শো-টাইম ও হল সংখ্যার নতুন তালিকা প্রকাশ করা হয়। ১৫ ফেব্রুয়ারি, জানা গিয়েছে, ‘নন্দন ২’ থেকে আগামী সপ্তাহে সরিয়ে নেওয়া হচ্ছে ‘পারিয়া’। এরপর ছবির নির্মাতাদের তরফে একটি বিবৃতি প্রকাশিত হয়। সেখানে জানানো হয়েছে, ‘টানা সাত দিন ‘পারিয়া’ নন্দন ২-এ অ্যাডভান্স হাউজফুল হওয়া সত্ত্বেও এ সপ্তাহে নন্দনে ‘পারিয়া’ জায়গা পেল না, ফ্রেঞ্চ ফেস্টিভ্যালের কারণে। নন্দন ১-এও জায়গা হল না ‘পারিয়া’র। তাই আগামী ১ সপ্তাহ দর্শক নন্দনে পারিয়ার প্রদর্শনী থেকে বঞ্চিত হবেন। এরপর আবার নন্দন কর্তৃপক্ষ পারিয়ার নন্দনে প্রদর্শনী করবেন কিনা তা আমাদের জানা নেই। আমরা মর্মাহত। ইতি টিম ‘পারিয়া’।’ আরও পড়ুন: ‘তুমি আসার পর আমার পৃথিবী…’, চারে পা দিল স🏅ামিশা, মেয়েকে নিয়ে আবে🌜গঘন পোস্ট শিল্পার
‘পারিয়া’ পরিচালক তাঁর সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্টও করেছেন। শুক্রবার থেকে নন্দনে শুরু হচ্ছে শহরের প্রথম ফরাౠসি চলচ্চিত্র উৎসব। উৎসবের জন্য আগামী এক সপ্তাহ নন্দন-২ বন্ধ রাখা হয়েছে। ছবির পরিচালক তথাগত মুখোপাধ্যায় জানালেন, তাঁর ছবি যে তুলে নেওয়া হয়েছে, তা তিনি জানতে পারেন দর্শকদের থেকে। পরিচালক তথাগত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘গোটা ঘটনায় আমরা আশাহত, মর্মাহত। আমাদের গোটা টিম খুবই ভেঙে পড়েছে। কারণ আমাদের সিনেমা সবে ‘পিক আপ’ নিতে শুরু করেছে'। ছবিটি যে নন্দন-১ এর পরিবর্তে নন্দন-২ প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছ꧑িল, তা নিয়েও নিজের ক্ষোভ উগরে দিয়েছেন পরিচালক।