বাউন্স, বাউন্স, বাউন্স- যখন থেকে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট পার্থে দেওয়া হয়েছে, তখন থেকে সেই শব্দে কান ঝালাপালা হয়ে গিয়েছে প্রত্যেকের। অস্ট্রেলিয়ার তো একটা ‘মাইন্ড গেম’♌-র ব্যাপার থাকেই। সেই পরিস্থিতিতে যে তরুণ খেলোয়াড়রা প্রথমবার অস্ট্রেলিয়ায় গিয়েছেন, তাঁদের মনে কোথাও যেন একটা ভীতি তৈরি হয়ে যায়। সারাক্ষণ সেটাই মনে ঘোরাফেরা করে। আর সেই ভীতি দূর করতে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর ✅এমন পেপটক দিয়েছিলেন, যা কোনওদিন ভুলতে পারলেন না বলে জানালেন নীতীশকুমার রেড্ডি। আর সেটাই পার্থে নামার আগে তাঁকে আত্মবিশ্বাস জুগিয়েছিল।
পার্থ টেস্টের প্রথম দিনের খেলার শেষে সাংবাদিক বৈঠকে নীতীশ বলেন, ‘আমিও পার্থের (বাউন্স) নিয়ে অনেক কথা শুনেছিলাম। (পার্থ টেস্টের আগে) আমরা যে প্র্যাকটিস সেশন করেছিলাম, তারপরে যেটা হয়েছিল, সেটা আমার মনে আছে। প্র্যাকটিসের পরে গ🦩ৌতম স্যারের কথা হচ্ছিল। গৌতম স্যার বলছিলেন যে যখন তোমার দিকে কোনও বাউন্সার ধেয়ে আসবে বা সেরকম কোনও বল পাবে বা দুর্দান্ত স্পেলের মুখে পড়বে, তখন মনে করবে যে দেশের জন্য তুমি বুলেট হজম করছো। সেটা আমায় খুব সাহায্য করেছে। ওই কথাটা আমায় আত্মবিশ্বাস জুগিয়েছিল।’
(বিস্তারিত পরে আসছে)