টলিউডের অত্যন্ত পরিচিত মুখ তৃণা সাহা। যাঁর অভিনয় থেকে শুরু করে বোল্ড লুকের ভক্ত অনেকেই। একাধিক জনপ্রিয় মেগা ধারাবাহিকের মুখ ছিলে🍬ন অভিনেত্রী। ‘খোকাবাবুꩲ’, ‘খড়কুটো’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। তারপরই বেশ কিছু ছবি ও ওটিটির প্রস্তাব যায় তৃণার হাতে। সদ্যই ‘সেন্টিমেন্টাল’ ছবির একটি আইটেম গানে নেচে বাজিমাত করেছেন টলি সুন্দরী। তবে জানেন তৃণার বিউটি সিক্রেট কী? কোন মন্ত্রে নায়িকার ত্বকে এত জেল্লা?
বিনোদন জগতে ক্যামেরার সামনে কাজ মানেই দিনের বেশিরভাগ সময় চড়া মেকআপ করে লাইট-ক্যামেরার সামনে দীর্ঘক্ষণ কাটাতে হয়ে অভিনেতা-অভিনেত্রীদের। ফলে ত্বকের উপর বাড়তি যত্ন না নিলে সমস্যা। নিজের ত্বকের যত্ন কীভাবে নেন অভিনেত্রী, তৃণা অবশ্য এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আইব্রো এবং আপার লিপ করেন না তিনি। তাই দুই সপ্তাহ অন্ত অন্তর পার্লারে ছুটতে হয় না তাঁকে। এমনকি তাঁর শরীরে লোমের আধিক্য কম। তাই খুব একটা রেজার ছোঁয়ানো বা ওয়্যাক্সও করতে হয় না। আরও পড়ুন: মাকড়🌠সার কামড় খেয়েও ৭৫ দিনের কড়া ডায়েট, পূজা বেদী কন্যা আলিয়ার কঠি🉐ন চ্যালেঞ্জ
তৃণা জানিয়েছেন, আজ থেকে দু'বছর আগে রেজার ছোঁয়ানো বা ওয়্যাক্সে ভরসা রাখতেন। এখব আর সেসবের প্রয়োজন হয় না তাঁর। টুইজ়ার ব্যবহার করে নেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, কাজের জন্য দিনে ১০-১২ ঘণ্টা মেকআপ রাখার পর প্রতিদিন রাতে শোওয়ার আগে মেকআপ তুলে তবেই ঘুমোতে যান।🔥 সঠিক পণ্যের ব্যবহারের মাধ্যমেই মেকআপ তোলেন বলে জানিয়েছেন। এমনকি চিকিৎসকের পরামর্শ নিয়ে একটা মেডিকেটেড ▨রিমুভার ব্যবহার করেন। ত্বকের জেল্লা ধরে রাখতে খুব বেশি প্রোডেক্ট ব্যবহার করেন না।