অভিনেতা দীপেশ ভানের মৃত্যুর সংবাদ এখনও মেনে নিতে পারেনি তাঁর সহকর্মীরা।♕ শুক্রবার গভীর রাত পর্যন্ত যে মানুষটা শ্যুটিং করেছেন পুরো✅দমে, সে শনিবার সকালে শ্যুটিং-এ আসার পথে মৃত্যুর কোলে ঢলে পড়বে? মেনে নিতে পারছে না ‘ভাবিজি ঘরপর হ্যায়’-র পুরো টিম। নিজের স্বাস্থ্য সম্পর্কে বরাবর সচেতন ছিলেন দীপেশ, জানাচ্ছেন তাঁর সহকর্মী-বন্ধুরা। ‘ভাবিজি ঘর পর হ্যায়’র বিভূতি নারায়ণ ওরফে অভিনেতা আসিফ শেখ জানিয়েছেন, নিজের স্বাস্থ্য নিয়ে প্রয়োজনের তুলনায় বেশিই সচেতন ছিলেন পর্দার মালখান।
১০ দিনেই ফুল বডি চেক-আপ করান ৪১ বছর বয়সী অভিনেতা। আসিফের কথায়, ‘আমাকে ও বলেছিল ওর সামন্য কোলেস্টেরলের সমস্যা রয়েছে, এছাড়া কোনওরকম সমস্যা নেই’। আসিফ জানান, দীপেশের মাত্র ১৮ মাসের একটি পুত্র সন্তান রয়েছে। তাঁর পরি𒅌বারের কথা ভেবেই মন কাঁদছে অভিনেতার।
হামেশা হাসিখুশি থাকতেন দীপেশ, গোটা ইউনিটকে মাতিয়ে রাখতেন তি🦩নি। মাত্র সাড়ে তিন বছর আগে বিয়ে হয় দীপেশের। আসিফের কথায়, ‘দীপেশ একজন পুরোদস্তুর ফ্যামিলিম্যান। হ্যাপিলি ম্যারেড যাকে বলে আর কী’।
আসিফ জানান, মদ বা সিগারেট- কোনও নেশার দ্রব্যে হাত লাগাতেন না তিনি। দিনে প্রায় ৩ ঘন্টা জিমে ঘাম ঝরাতো দীপেশ। ইনস্টাগ্রামে দীপেশ অজস্র ভিডিয়ো পোস্ট ক🅘রেছেন, যেখানে তাঁর সিক্স প্য়াক অ্যাবস স্পষ্ট দেখা যাচ্ছে। এমন ফিট আর স্বাস্থ্য সচেনত অভিনেতা কীভাবে ৪১ বছর বয়স♋ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তা ভেবেই অবাক সকলে।
জানা গিয়েছে, শনিবার সকালে দাহিসরে নিজের বিল্ডিং-এর নীচেই ক্রিকেট খেলছিলেন অভিনেতা, সেই সময় আমচাকই অসুস্থবোধ করেন। এরপর মৃত্যুর কোলে ঢলে পড়েন ৪১ বছর বয়সী অভিনেতা। সিরিয়ালের প্রযোজক বিনাইফের কোহলি জানান, ‘মাত্রাতিরিক্ত’ শরীর-চর্চার পಞর সেটে আসছিলেন অভিনেতা। মাঝপথেই ক্রিকেট খেলতে শুরু করেন অভিনেতা। জানা গিয়েছে, দীপেশের নাক-মুখ দিয়ে রক্ত বেরিয়েছে। তাঁর মৃত্যুর সঠিক ক꧃ারণ এখনও জানা যায়নি, তবে হৃদরোগে আক্রান্ত হয়েই এই মৃত্যু বলে মনে করা হচ্ছে।