দাদাসাহেব আন্তর্জাতিক চলচিত্র উত্সবে মোস্ট ফ্যাশনেবল অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই কথা ফলাও করে বলেছিলেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী মাহিরা শর্মা। কিন্তু সেই কথা মিথ্যা বলে ইন্স্টাগ্রামে লম্বা চওড়া পোস্ট করেছেন উদ্যোক্তারা। ক্ষুব্ধ উদ্যোক্তারা মাহিরাকে এর জন্য ক্ষমা চাইতে বলেছেন।মাহিরার দাবিকে অশোভন ও অনৈতিক বলে দাবি করেছেন উদ্যোক্তারা। এর আগে নিজের ইন্স্টা অ্যাকাউন্টে মাহিরা বলেছিলেন যে তিনি বিগ বসের সবচেয়ে ফ্যাশনবেল কন্টেস্টেন্টের পুরস্কার পেয়েছেন। একটি সার্টিফিকেটও পোস্ট করেছিলেন তিনি। এরপরেই সেই খবর রিপোর্ট করে অনেক গণমাধ্যম। কিন্তু এই সার্টিফিকট সম্পূর্ণ জাল বলে উদ্যোক্তাদের দাবি। মাহিরা অনুষ্ঠানে এলেও কোনও পুরস্কার পাননি বলে জানিয়েছেন তাঁরা। মাহিরাকে আইনি নোটিস পাঠানো হয়েছে দাদাসাহেব পুরস্কারের অর্গানাইজারদের তরফ থেকে। ৪৮ ঘণ্টার মধ্যে সমস্ত ভুয়ো পোস্ট ডিলিট করে ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও সাফ জানান হয়েছে। এই অভিযোগ প্রসঙ্গে এখনও মাহিরার প্রতিক্রিয়া মেলেনি।