হুগলিতে এবার দুই প্🐟রাক্তন সহকর্মী একে অন্যের মুখোমুখি। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই জানা গিয়েছিল যে এবার এই লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই চলবে রচনা এবং লকেট চট্টোপাধ্যায়ের মধ্যে। দুজনেই বর্তমানে জমিয়ে প্রচার সারছেন। আর তার মধ্যেই যেন খনিজ নরম সুর শোনা গেল লকেটের গলায়। বিগত বেশ কিছুদিন ধরেই নানা সময় নানা কারণে কটাক্ষের শিকার হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। কখনও ধোঁয়া ধোঁয়া মন্তব্য করে বা রিল বানিয়ে কখনও আবার গরু রচনা বলে। এবার সেসব কটাক্ষের বিরোধিতা করে রচনার পাশে দাঁড়ালেন লকেট।
রচনাকে নিয়ে কী বললেন লকেট?
এদিন সংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রাক্তন অভিনেত্রী জানান, 'রচনা আমার বন্ধু হন, ওঁকে নিয়ে মিম হতে দেখলে, কেউ মজা করলে খারাপ লাগে। কোনও মহিলাকে নিয়ে মিম হলেই আম💯ার খারাপ লাগে। বিষয়টাকে হালকা ভাবেই নেওযꦫ়া উচিত।'
আরও পড়ুন: বাইকে বসেই সলমনের বাড়িকে তাক করে গ♔ুলি বিষ্ণ🍸োই গ্যাংয়ের! প্রকাশ্যে সেই হাড়হিম করা সিসিটিভি ফুটেজ
মুখ্যমন্ত্রীকে নিয়ে কী বললেন লকেট?
এদিন কেবল রচনা নন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও কথা বলেন লকেট চট্টোপাধ্যায়। তিনি এদিন একটি সাক্ষাৎকারে বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ৩৪ বছরের বাম শাসনের ইতি টেনেছিলেন সেটা সবার মনে আছে। তিনি লড়াইটা করেছিলেন। কিন্তু অন্য যাঁরা এসꦡেছেন সবাই তাঁর নাম করে এলেও লড়াইটা করেননি। কিন্তু লড়াইটা শুরু করলেও পরে তাঁর লড়াইয়ের লাইনটাই বদলে যায়। মহিলাদের গুরুত্ব দেওয়ার কথা বলেছেন কিন্তু আদ𒈔তে মহিলারাই বেশি অবহেলিত হয়েছেন।'
মিম নিয়ে কী বললেন রচনা?
এদিন একটি সাক্ষাৎকারে রচনা বলেন তিনি সব মিম দেখছ💧েন। এখন কিছু বলছেন না। তবে ভোটের ফলাফলꦜ বেরোনোর পর তিনি সব জবাব দেবেন।