সন্দেশখালি ইস্যু নিয়ে উত্তাল গোটা রাজ্য রাজনীতি। রুখে দাঁড়িয়েছেন সেখানকার স্থানীয়রা। তাঁদের সঙ্গে প্রতিবাদে♕ গর্জে উঠেছেন বিরোধী দলের নেতারা। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তাঁর মতে এই ঘটনা নিয়ে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ হওয়া উচিত। তিনি রীতিমত আন্দোলনের ডাক দিলেন এদিন। সমাজের সব স্তরের মানুষদের সেই লড়াইয়ে সামিল হতে বললেন তিনি।
সন্দেশখালি নিয়ে কী বললেন রুদ্রনীল?
সম্প্রতি নদীয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রুদ্রনীল ঘোষ। সেꦦখান থেকেই তিনি সন্দেশখালি কাণ্ড নিয়ে প্রতিবাদে গর্জে উঠলেন। তিনি এদিন বাংলার জনগণকে সাফ সাফ আহ্বান জানালেন আন্দোলনে নামার। অভিনেতা তথা বিজেপি নেতার কথায়, 'যাঁরা বাড়িতে বসেই ফেসবুকের রাস্তায় নামছেন তাঁরা এবার সত্যি পথে নামুন। যাঁরা বৈঠকে জ্ঞান দিচ্ছেন তাঁরাও এবার পথে নামুন। নইলে আগামীতে আপনাদের ব্রির মহিলাদেরও সম্মানহানি হতে পারে।'
আরও পড়ুন: না ফেরার দেশে দঙ্গলের ববিতা, খবর পেয়ে🥀ই সুহানির পরিবারের পাশে দাঁ♛ড়াতে ফরিদাবাদে ছুটে গেলেন আমির
আরও পড়ুন: করিনা - কৃতি - টাবুর ক্রুয়ের ফꦬার্স্ট লꦺুকের সঙ্গে হলিউড ছবির মিল! নেটপাড়া বলছে, 'ঠিক যেন...'
রুদ্রনীলের মতে ইতিমধ্যেই সাধারণ মানুষ পথে নেমেছেন। কিন্তু আরও বেশি সংখ্যক মানুষকে পথে নেমে প্রতিবাদ 𝔉করা উচিত। এদিন তিনি আরও বলেন, 'যাঁদের এই দুর্ঘটনার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সম্মানহানি হচ্ছে তাঁরা প্রতিবাদ করছে। পথে নেমেছে। আর যাঁরা আমরা শিক্ষিত তাঁরাই ঘরে বসে জ্ঞান দিচ্ছি। কিন্তু এবার সময় এসছে গ্রামের মা বোনদের জন্য শহরের মা বোনদের পথে নামতে হ✱বে।'
রুদ্রনীল এদিন সোজাসুজি তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে বলেন পুলিশের সামনেই সেখানকার তৃণমূল নেতারা দাপিয়ে বেড়াচ্ছেন। একজন শেখ শাহজাহান নন, অন্যান্য নামে আরও বহু শেখ শাহজাহান আছেন। তাঁদের পুলিশ ধরছে না, অথচ অন্যান্য দলের নেতা কর্মীরা সেখানে গেলেই তাঁদের বাঁধা দেওয়া হচ্ছে। রুদ্রনীলের সাফ কথায় প্রশাসন এবং সরকার যৌথভাবে চাইছে না যে সন্দেশখালিতে যেটা ঘটেছে সেটা সামনে আসুক।🌺
ইতিমধ্যেই সিপিএম কর্মী, নেতারা সেখানে গিয়েছেন। গিয়েছেন বিজেপি নেতারাও। প্রতিবাদে গর্♍জে উঠেছে স্থানীয় ব্যক্তিরাও। লোকসভা নির্বাচনের ঠিক আগেই সন্দেশখালি ইস্যু নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি।