হামলার মুখে পড়তে হল বলিউডের মাদককাণ্ডের তদন্তের দায়িত্বে থাকা এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে ও তাঁর নেতৃত্বাধীন টিমকে! রবিবার রাতে গোরেগাঁও এলাকাতে মাদক উদ্ধার করꦛতে হানা দিয়েছিল এনসিবির একটি টিম। তখনই প্রায় ৫০ জনের একটি মাদকপাচারকারীর দল হামলা চালায় সমীর ওয়াংখেড়ে ও চার এনসিবি অফিসারের উপর। কেন্দ্রীয় সংস্থার উপর এই হাম꧋লায় চাঞ্চল্য মুম্বই জুড়ে।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলার সঙ্গে জড়িত মাদককাণ্ডের তদন্তে নামার পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে দেশের কে🧜ন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণকারী সংস্থা। এনসিবির বলিউড ‘সাফাই অভিযান’ নিয়ে সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায় কম চর্চা হয়নি। রিয়ার গ্রেফতারি থেকে দীপিকা,সারা, শ্রদ্ধার মতো প্রথম সারির নায়িকাদের জেরা- একের পর এক মাদকপাচারকারীকে গ্রেফতার, সব মিলিয়ে দীর্ঘ পরিকল্পনা করে নিজেদের ঘুঁটি সাজাচ্ছে এনসিবি।
জানা গিয়েছে এই হামলার জেরে এনসিবির দুই জন আধিকার꧟িক গুরুতর জখম হয়েছেন। ক্যারি ম্যান্ডিস মানের এক মাদকপাচারকারীকে পাকড়াও করতে গোরেগাঁওয়ের নির্দিষ্ট ঠিকানায় হানা দিয়েছিল এনসিবি। পরবর্তীতে মুম্বই পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এনসিবি। ইতিমধ্যেই গোটা বিষয় নিয়ে মুম্বই পুলিশে অভিযোগ দায়ের করেছেন এনসিবির জোনাল ডিরেক্টর।
এই মামলা তিনজন অভিযুক্তকে গ্রেফতার রয়েছে 🃏মুম্বই পুলিশ, আজ তাদের আদালতে পেশ করা হয়ে ১৪ দিনে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ♛্ছে মুম্বই পুলিশ।