পেশাগত এবং ব্যক্তিগত, এই দুই দিক থেকেই বারবার খবরে শিরোনাম ছিনিয়ে নিয়েছেন অর্জুন কাপুর। কখনও সলমান খানের প্রাক্তন বৌদির সঙ্গে প্রেম নিয়ে আলোচনা, কখনও আবার কোনও সিনেমায় অভিনয় ন🌟িয়ে আলোচনার শিরোনামে দেখা গেছে তাঁকে। এবার সংবাদমাধ্যমের সামনে পুরনো স্মৃতি রোমন্থন করলেন অভিনেতা। কী বললেন তিনি?
সম্প্রতি পিঙ্কভিলার সঙ্গে একটি সাক্ষাৎকারে অর্জুন কাপুর বলেন, ‘কোনও বাবা-মা চান না, তাঁদের ছেলে মেয়ে পড়াশোনা ছেড়ে দিক। কিন্তু এই ব্যাপারে আমার বাবা এবং মা দুজনেই ভীষণ সাপোর্ট করেছিলেন আমাকে। আমি যখনꦜ ক্লাস ইলেভেনে ফেল করলাম, তখন আমার আর পড়াশোনা করতে ইচ্ছা করত না। আমি আমার বাবাকে বলেছিলাম, আমি পড়াশোনা করতে চাই না, বাবা আমাকে পুরোপুরি সমর্থন করেছিলেন।’
(আরও পড়ুন: বনি-শ্রীদেবীর পরকীয়ার জেরে ভাঙে🌜 মায়ের সংসার! বাবার ২য় বিয়েতে তছনছ হয় অনশুলার শৈশব)
কর্মজীবন নিয়ে কথা বলতে গিয়ে অর্জুন কাপুর বলেন, ‘আমি ‘কাল হো না হো’ সিনেমায় সহকারী পরিচালক হিসাবে কাজ শুরু করেছিলাম। এরপর ‘ইশকজাদে’ সিনেমায় অভিনয় করে অভিনয় কেরিয়ার শুরু করেছিলাম আমি। তবে আমার আজও মনে হয়, এই সিনেমাটি যদি সফল না হতো তাহলে শিক্ষাগত যোগ্যতা না থাকার আফসোস ꧃চিরকাল আমার মধ্যে থেকেই যেত।’
মায়ের কথা স্মরণ করে অভিনেতা বলেন, ‘আমার প্রথম সিনেমা মুক্তির ঠিক ৪৫ দিন আগে আমার মা মারা যান। আমি যখন ছবির প্রচার করছিলাম, তখন আমি যেন কোথাও নিজেকেই হারিয়ে ফেলেছিলাম। তবে সিনে༒মা রিলিজের পর মানুষের উচ্ছ্বাস দেখে বুঝতে পেরেছিলাম, বলিউডে আমার একটি ভবিষ্যৎ তৈরি হত🍒ে পারে।’
(আরও পড়ুন: নীনা একা নন, বিয়ের আগে 'ওয়ান নাইট স্ট🐈্যান্ড' নিয়ে মুখ খুললেন সঞ্জয় কাপুরের বউ, বলছেন, ‘তখন আমি মাতাল…’)
প্রসঙ্গত, রোহিত শেট্টি পরিচালিত ‘সিংঘম এগেইন’ সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে অর্জ🔯ুন কাপুরকে। রামায়ণের আঙ্গিকে তৈরি এই সিনেমায় অর🦩্জুন ছাড়াও অভিনয় করেছেন অজয় দেবগন, দীপিকা পাডুকোন, সলমান খান, অক্ষয় কুমার, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ, রণবীর সিং, কারিনা কাপুর খান এবং আরও অনেকে।