এমন অনেক গান থাকে যা আমাদের ভীষণই কাছের হয়। কিন্তু আজকাল তো রিমেক ব🏅ানানোর ধুম পড়েছে। অরিজিন্যাল কনটেন্টের বদলে সবাই এখন রিমেকের দিকে ঝুঁকছেন। কিন্তু সব রিমেক কি আর আমাদের মনে ধরে? বরং অনেক সময় নতুন ভার্সন শুনে মনে হয় এটা কী আর কেন শুনলাম! সম্প্রতি এমন একাধিক গানের রিমেক হয়েছে যা শুনে বা দেখে নেটপাড়ার চক্ষু চড়কগাছে উঠেছে! কী কী চলুন দেখা যাক।
পাসুরি
সবার আগে বলা যাক পাসুরি গানটির কথা। আলি শেঠি এবং শেই গিলে🔯র এই গানটি গত বছর মুক্তি পায় এবং দারুন ভাইরাল হয়। কিন্তু যেই এই বছর সেই গান ‘সত্যপ্রেম কী কথা’ ছবিতে ব্যবহৃত হল অমনই সকলেই রেগে আগুন! ট্রোলের মুখে পড়তে হয় অরিজিৎ সিংকেও।
ম্যায়নে পায়াল হ্যায়
ফাল্গুনী পাঠকের এই গানটি ৮০-৯০ এর ছেলে মেয়েদের কাছে একটা নস্টালজিয়া। সেই গানের রিমেক বানিয়েছিলেন নেহা কক্কর। কিন্তু শ্রোতাদের মনে ধরলে তবে তো! HT সিটিকে দেওয়া একটি সাক্ষাৎ🐈কারে এক ব্যক্তি বলেন, 'গান তো ছেড়েই দিন, ওটা অভিনয় হয়েছে?' আরেকজন বলেন, 'ভালো গানটার সর্বনাশ করে দিল একেবারে।'
ইয়াদ পিয়া কী
নেহা কক্করের করা এই গানের রিমে꧂কও মনে ধরেনি শ্রোতাদের। তাঁদের মতে তিনি ফাল্গুনী পাঠকের গানগুলো ইচ্ছে করে নষ্ট করছেন। এক ব্যক্তি বলেন, '৯০ এর দশকের গান এটা। কী সুন্দর। আর সেটাকে কী বানিয়েছে!' কারও মতে, 'গানটা আমার বড় পছন্দের, কিন্তু এটা নেহা কক্করের গলায় শুনে খুব বিরক্ত হয়েছিলাম।'
মাসাকলি ২.০
‘দিল্লি ৬’ -এর গান মাসাকলি। সোনম কাপুর এবং অভিষেক বচ্চনের উপর দৃশ্যায়িত এই গান 𒀰ভারতীয় শ্রোতাদের খুবই কাছের। কিন্তু তুলসী কুমার এবং সচেত টন্ডনের গাওয়া এই গান বিন্দুমাত্র ভালো লাগেনি কারও। এক ব্যক্তি বলেন, 'গানটার বৈশিষ্ট্য ছিল এর সাদামাটা ব্যাপারটা। সেটাকে পুরো নষ্ট করে দিয়েছে।'
এক দো তিন
‘তেজাব’ -এর এই গান ‘বাঘি ২’ -তে রিমেক করে ব্য🌺বহার করা হয়। শ্রেয়া ঘোষালকে দিয়ে গাওয়ানোর পরেও সেটা অনেকেরই ভালো লাগেনি। তাঁদের মতে 'মাধুরীর ধারপাশ দিয়ꦫে যায়নি।'
দশ বাহানে ২.০
‘বাঘি ৩’ -এর গানটি অনেকেরই ভালো লাগেনি। তাঁদের মত📖ে 'পুরনো গানটার সঙ্গে অনেক নস༒্টালজিয়া জড়িয়ে আছে। নতুন গানটা সেটা ম্যাচ করতে পারেনি।'