গত ১১ অগস্ট সিনেমাহলে মুক্তি পেয়েছে দুটি ছবি ‘লাল সিং চাড্ডা’ এবং ‘রক্ষা বন্ধন’। মুক্তির দ্বিতীয় দিনে দেশ জুড়ে ‘লাল সিং চাড্ডা’র ১৩♏০০ শো বাতিল করেছেন বিভিন্ন প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষ। অতিমারির ধাক্কা সামলে অবশেষে পর্দায় এই ছবি।
শুরু থেকেই অস্কারজয়ী হলিউড ছবির 'ফরেস্ট গাম্প'-এর হিন্দি রিমেক ঘিরে চলেছে নানাবিধ বিতর্ক। উঠেছে বয়কটের ডাক। প্রথম দিন থেকেই বক্স অফিসে ছক্কা হাঁকাতে ব্যর্থ আমির খান এবং করিনা কাপুর খান অভিনীত 'লাল সিং চাড্ডা'। মুক্তির দিন সব মিলিয়ে ১০-১১ কোটি টা♔কা এসেছে ছবির ভাঁড়ারে। শনিবার ছবির স🥂ংগ্রহে ৮.৭৫ কোটি টাকা। যা শুক্রবারের তুলনায় ২০ শতাংশ বেশি। সব মিলিয়ে তিনদিনে অদ্বৈত চন্দন পরিচালিত ছবির আয় ২৭.৭১ কোটি টাকা।
আরও পড়ুন: ‘চিকিৎসক🎉 বলেছিল অস্ত্রোপচারে ওঁর প্রাণ যেতে পারে..’, ঈশ্বরে আস্থা রেখেছিলেন জনি!
চার বছর পর পর্দায় ফিরেছেন আমির। 'ফরেস্ট গাম্প'-এর মতো কালজয়ী ছবিকে পর্দায় নিয়ে এসেছেন নিজের আঙ্গিকে। কোনও ত্রুটি রাখেননি 'লাল সিং চাড্ডা'র প্রচারেও। এক প্রতিবেদনে বলা হয়েছে, সর্বভারতীয় ক্ষেত্রে দিল্🔯লি, উত্তরপ্রদেশ এবং পূর্ব পঞ💯্জাব থেকেই মূলত ৪০ শতাংশ আয় হচ্ছে ছবির। অন্যদিকে মহারাষ্ট্র, গুজরাতে একেবারে অন্যরকমের চিত্র চোখে পড়ছে।
শনিবার বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শও ছবিটির পারফরম্যান্স নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এই অবস্থায় 'লাল সিং চাড্ডা' আদৌ ১০০ কোটি ছুঁতে পারব🎶ে কি না, তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।
আরও পড়ুন: আলিয়ার জীবনের ‘আলജো’ রণবীর, ইতালিতে স্বামীর হেলেদুলে নাচের ভিডিয়ো শেয়ার নায়িকা🍸র
অন্যদিকে, আমিরের ছবির সঙ্গেই মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধন'। রাখির দিনেই বক্স অফিসে মুক্তি পেয়েছে এই ছবি। ꧙বক্স অফিসে এই ছবির অবস্থা বিশেষ ভালো নয়। প্রথম দিন মাত্র ৭.৫০ কোটি থেকে ৮.৫০ কোটির ব্যবসা করেছে আনন্দ এল রাই পরিচালিত ছবি।
সমীক্ষা বলছে, হিন্দিভাষী রাজ্য যেমন উত্তরপ্রদেশ, দিল্লি এবং রাজস্থানে ‘রক্ষা বন্ধন’ ভালো ব্যবসা করছে। তবে মুম্বই, পুণে, কলকাতা, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে এ ছবির ব্যবসা ততটা ভালো নয়। ‘লাল সিং চাড্ডা’র চেয়েও খারাপ এই ছবির বলাই যায়। দ্বিতীয় দিনে ছবিটির সংগ্✱রহ প্রায় ২২ শতাংশ কমে ৬.৪০ কোটি টাকা হয়েছে। তৃতীয় দিনে বক্স অফিসের সংগ্রহে মাত্র ৫.৭৫ কোটি টাকা। শুক্র-শনি-রবিবারের ট্রেন্ডের উপরই নির্ভর করবে আগামী সপ্তাহে ‘রক্ষা বন্ধন’-এর ভবিষ্যত।