‘মানসিকভাবে আমি ট্রান্স-ম্যান, এবার শারীরিকভাবেও পুরুষ হতে চাই’, বুধবার এ কথাই জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কন্যা। এলজিবিটিকিউ গোষ্ঠীর আন্দোলনের সঙ্গে বরাবরই নিজেকে যুক্ত রেখেছেন সুচেতনা (যদিও তিনি চান তাঁকে সুচেতন বল▨েই সম্বোধন করা হোক)। বান্ধবী সুচন্দার সঙ্গে নতুন পথচলা শুরু করতে চান তিনি। লিঙ্গ পরিবর্তন করে আইনিভাবে ‘সুচেতন’ হতে চান সুচেতনা। সেই নিয়ে আইনি এবং চিকিৎসকের সবরকম পরামর্শও নিচ্ছেন বুদ্ধদেব-কন্যা।
সুচেতনা ভট্টাচার্যের এই স্বীকারোক্তি ঘিরে সোশ্যাল ಌমিডিয়ায় 🌱হইচই কাণ্ড। বেশিরভাগই কুর্নিশ জানাচ্ছেন বুদ্ধদেব-কন্যার সাহসিকতাকে। মদন মিত্র থেকে দেবাংশু ভট্টাচার্য, বিরোধি শিবিরের নেতারাও পাশে দাঁড়িয়েছেন সুচেতনার। তাঁর এই পদক্ষেপ আরও অনেককে সাহস জোগাবে বলেই মত বেশিরভাগের। তবে ট্রোলিংও বাদ নেই। আসলে রূপান্তরকামীদের নিয়ে এখনও সমাজের একটা অংশের নাক সিঁটকানি রয়েই গিয়েছে। তবে আশার কথা শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন সুচেতনার এই সিদ্ধান্তকে কুর্নিশ জানাচ্ছেন।
সুচেতনার এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন তাঁর দীর্ঘদিনের বান্ধবী অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। শ্যামল চক্রবর্তী কন্যা এদিন ফেসবুকে সুচেতনার সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘এটা আমার 🧸জন্য একটা নস্টালজিক মুহূর্ত। একদম ছোট্ট থ🐲েকে বড় হতে দেখেছি চোখের সামনে। কোনওদিন বুঝতে পারিনি ও এতটা সাহসী। আমি সত্যি ওকে নিয়ে গর্বিত। আমি আরও একটা কারণে গর্বিত, আমার সৌভাগ্য হয়েছে ফুয়াদ হালিম আয়োজিত সেই কর্মশালা উপস্থাপনা করবার যেখানে নিজের ব্যক্তিপরিচয় সর্বসমক্ষে আনার সিদ্ধান্ত নিয়েছো তুমি। অনেকের মধ্যেই সেই সাহস থাকে না…. লাল সেলাম আর উষ্ণ আলিঙ্গন’।
জুন মাস 'প্রাইড মান্থ' (Pride Month), সেই কথা মাথায় রেখেই এই মাসে এলজিবিটিকিউএআই’ আন্দোলনের সঙ্গে যুক্ত অনেকেই নানান কর্মশালার আয়োজন করে থাকেন। তেমনই এক কর্মশালায় নিজের সেক্সুꦿয়াল ওরিয়েন্টেশনের বিষয়টি সামনে আনেন সুচেতনা। পিতৃপরিচয় এবং পারিবারিক পরিচয়ের শিকলে নিজেকে আটকে না রেখে নিজের লিঙ্গ পরিচয় নিয়ে যে কথা বলতে পেরেছেন তা নিঃসন্দেহে কুর্নিশ যোগ্য। অভিনেতা-বাচিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্য়ায় সুচেতনার এই সিদ্ধান্ত নিয়ে এই সময় ডিজিটালকে জানান, ‘এই সিদ্ধান্ত অত্যন্ত অনুপ্রেরণামূলক। আগামীদিনে তাঁর এই প🙈দক্ষেপ অনেককেই সাহস জোগাবে’।
এবিপি আনন্দকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সি꧒দ্ধান্তের কথা বলতে গিয়ে বুদ্ধদেব কন্যা জানান, ‘বেটার লেট দ্যন নেভার… বি বোল্ড… মানসিক ওরিয়েন্টেশনটা আমার বরাবরই ট্রান্স-ম্যান। সেই নিয়ে বহুবার ক♎টাক্ষের শিকার হতে হয়েছে। সেই থেকেই সিদ্ধান্ত সাহস নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে’।
তাঁর লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত বাবা জানেন? ৪১ বছর বয়সী সুচেতনা জানান, এই সিদ্ধান্ত তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত, এই লড়াই তাঁর ব্যক্তিগত লড়াই। রাজনীতিতে কোনওদিনই সক্রিয় ভূমিকায় দে🍰খা যায়নি বুদ্ধদেব কন্যাকে। তবে কমিউনিস্ট ধ্যান-ধারণাতেই বিশ্বাসী তিনি। কমিউনিস্ট নেতার মেয়ে হয়ে লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত, সমাজের বিরোধিতা প্রসঙ্গে কড়া ভাষায় সুচেতনা ওই সাক্ষাৎকারে জানান, ‘আমার বাবা এবং আমি অত্যন্ত প্রগ্রেসিভ। কমিউনিস্ট শব্দটা যারা বোঝেন না, তাঁদের বোঝানো দরকার এর সঙ্গে কমিউনিজমের কোনও সম্পর্ক নেই’।