এক ব্যক্তিকে চড় মারা ও হেনস্থার অভিযোগ উঠল, অভিনেতা তথা পরিচালক মহেশ মাঞ্জরেকরের (Mahesh Manjrekar) বিরুদ্ধে। কৈলাশ সতপুতে নামে এক ব্যক্তি পরিচালকের বিরুদ্ধে মহারাষ্ট্রের এক থানায় অভিযোগ দায়ের করেন। শুক্রবার রাতে পুণে-সোলাপুর হাইওয়ের ইয়াভাত গ্রামের ঘটনা। রবিবার পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজ🧜ু করে মহারাষ্ট্র পুলিশ।
ইয়াভাত পুলিশ ♍স্টেশ🐼নের এক আধিকারিক জানিয়েছেন, কৈলাশ সাতপুতের অভিযোগ, হাইওয়েতে আচমকা পরিচালক মহেশ মাঞ্জেরকরের গাড়ি ব্রেক কষার ফলে তাঁর গাড়ি পিছন থেকে পরিচালকের গাড়িতে গিয়ে ধাক্কা খায়। গাড়ি থেকে পরিচালক তড়িঘড়ি নেমে আসার পর দুজনের মধ্যে তর্কাতর্কির সৃষ্টি হয়। এরপরই কৈলাশ সতপুতেকে কটুক্তি করেন এবং চড় মারেন পরিচালক।
এরপরই ওই ব্যক্তি মাঞ্জরেকরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত 🐲শুরু করেছে ইয়াভাত থানার পুলিশ। জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ‘বাস্তব: দ্য রিয়ালিটি’, ‘অস্তিত্ব’র মতো ছবির পরিচালনা করেছেন মহেশ মাঞ্জরেকর। বেশ কিছু মারাঠি ছবিও পরিচালনা করেছেন তিনি।