২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি আচমকাই খবর আসে বলিউডের সুপারস্টার, ‘হাওয়া-হাওয়াই’ শ্রীদেবী আর নেই। দুবাইয়ের এক হোটেলে জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। যা নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর অসংখ্য অনুরাগীকে। অভিনেত্রীর ম🔯ৃত্যুর পর অনেকেই নানারকম দাবি করেছিলেন। নানা ধরনের উত্তেজক ভিডিয়ো, পোস্ট ভরে উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। এবার সিবিআইয়ের তরফে এক ইউটিউবারের বিরুদ্ধে আনা হল গুরুতর অভিযোগ।
দীপ্তি আর পিন্নিটি (Deepti R Pin⭕niti) নামের এক ইউটিউবার, যিনি একাধিক ভিডিয়োতে দাবি করেছিলেন যে শ্রীদেবীর🌳 মৃত্যু নিয়ে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী সরকারের মধ্যে একটা ধামাচাপা দেওয়ার ব্যাপার চলছে, তিনি কিছু জাল নথির ভিত্তিতে তুলেছিলেন এই অভিযোগগুলি। ভুবনেশ্বরের বাসিন্দা দীপ্তির বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে সিবিআই। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়েও একই ধরনের চাঞ্চল্যকর দাবি করেছেন দীপ্তি। প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন নিজের ঘরের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতকে।
আরও পড়ুন: গ্র্যামি অ্যাওয়ার্🅘ড পেলেন শঙ্কর মহাদেবন ও জাকির হুসেন! বিশ্বমঞ্🌄চে জয়জয়কার ভারতের
দীপ্তি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে এই দুটি মৃত্যুর বিষয়ে মন্তব্য করেছেন এব💯ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের চিঠির প্রমাণ পেশ করেছেন। সিবিআই জানিয়েছে, এই চিঠিগুলি সবই জাল ছিল। মুম্বইয়ের আইনজীবী চাঁদনি শাহের অভিযোগের ভিত্তিতে দীপ্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সিবিআই। চাঁদনি উল্লেখ করেছিলেন যে তার ভিড𒐪িয়ো এবং লাইভ সেশনগুলিতে দীপ্তি সংযুক্ত আরব আমিরশাহী সরকারের কাছ থেকে পাওয়া কিছু রেকর্ড উপস্থাপন করেছিলেন, তবে সেগুলিও আসলে ছিল জাল।
গত বছর ডিসেম্বরে দীপ্তির বাড়িতে হানা দিয়ে তাঁর ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করে সিবিআই। বিশেষ আদালতে জমা দেওয়া রিপোর্টে সিবিআই জানিয়ে꧋ছে, ইউটিউবে ভিডিয়ো প্রকাশ করার সময়, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর যে নথ🐲ি তিনি পেশ করেছিলেন, তা 'জাল' বলে তদন্তে উঠে এসেছে।
আরও পড়ুন: হারালেন একে-অপরের চোখে! ဣবিজ্ঞাপনের শ্যুটে রোম্যান্টিক সৌরভ-ডোনা, ছবি ꦚভাইরাল
চার্জশিটের প্রতিক🍸্রিয়ায় দীপ্তি বলেন, এই মামলা নিয়ে সিবিআই তাঁর বয়ান রেকর্ড করেনি। দীপ্তি বলেন, ‘যে কর্তৃপক্ষের অধীনে সিবিআই আসে, সেই কর্তৃপক্ষের বিরুদ্ধেই যখন অভিযোগ থাকে, তখন সিবিআইকে প্রমাণ সংগ্রহের জন্য একপক্ষ হয়ে ওঠ💃ে।’
আরও পড়ুন: পুজোর ছবি ঘোষণা করলেন দেব! খাদান না 🌞টেক্কা, আসছে🌺 কোনটা?
একটি ইউটিউব ভিডিওতে দীপ্তি নিজেকেকে একজন ব্যবসায়ী মহিলা হিসাবে বর্ণনা করেছেন, যিনি সুশান্ত, শ্রীদেবী, দিশা সালিয়ান এবং বলিউড সম্পর্কিত অন্যান্যদের রহস্যজনক মৃত্যুর তদন্ত করছেন। সম্প্রতি একটি ভিডিয়োতে দীপ্তি দাবি করেছেন, হাসপাতাল থেকে 'আসল নথি' সংগ্রহ করতে তার ไদল দুবাই গিয়েছিল। দীপ্তি জানান, তিনি এসব নথি আদালতে পেশ করেছেন। তিনি বলেন, ‘অনেকেই আমাকে প্রশ্ন করেন কেন আমি এই নথিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি এবং আদালতে যাই না। আমি ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছি’। দীপ্তি একটি ভিডিওতে বলেছেন যে এই বিষয🌊়ে মন্তব্য করার জন্য তিনি দুবাই থেকে সাক্ষীও পেয়েছেন।