ইতিহাস থেকে আর মাত্র একধাপ দূরে বাংলার নཧায়করা। জন্মদিনে হারের মুখ দেখলেও শনিবারের রাত স্মরণীয় হয়ে থাকল যিশু-সহ গোটা বেঙ্গল টাইগার্স টিমের কাছে। রুদ্ধশ্বাস ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ মুম্বই হিরোসদের হারিয়ে সিসিএলের ফাইনালে প্রথমবারের জন্য জায়গা করে নিল যিশুর নেতৃত্বাধীন বেঙ্গল টাইগার্স।
শনিবার তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ারে ১২ রান♈ে জয় পেল বাংলার ছেলেরা। এদিনও বেঙ্গল টাইগার্সের হয়ে ম্যাচের নায়ক জ্যামি বন্দ্যোপাধ্যায়। প্রথম ইনিংসে মাত্র ৩০ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন জ্যামি, তাতে ভর দিয়েই মাত্র ১০ ওভারে ১৪০ রান তোলে বেঙ্গল টাইগার্স। বল হাতে ম্যাজিক দেখাꦿলেন ‘হরগৌরী পাইস হোটেল’-এর শঙ্কর অর্থাৎ অভিনেতা রাহুল মজুমদার। ম্যাচের সেরা বোলার নির্বাচিত হন রাহুল।
ফাইনালে বেঙ্গল টাইগার🅷্স মুখোমুখি হতে চলেছে কর্নাটক বুলডোজারের। এর আগে দু-বার সিসিএলের ট্রফি জিতছে কর্নাটক বুলডোজার, বেঙ্গল টাইগার্স প্রথমবার ফাইনালে। কিচ্চা সুদীপের দল কাগজে-কলমে অনেকটাই এগিয়ে রয়েছে যিশুর দলের থেকে। এই সিজনেও দু-বার বেঙ্গল টাইগার্স হারের মুখ দেখেছে কর্নাটকের কাছে। বাংলার তুরুপের তাস জ্যামি তিরুবনন্তপুরম থেকে টেলিফোনে হিন্দুস্তান টাইমস বাংলাকে বললেন, ‘চ্যালেঞ্জ খুব কঠিন। পরপর দু-দিন ম্যাচ খেলেছে, আর তিন নম্বরবার কর্নাটকের মুখোমুখি। কাল যিশুদাও বলল, আমরা এতদিন কর্নাটকের কাছে শুধুই হেরে গিয়েছে। শুধু এই সিজনে নয়, আগের কোনও সিজনেই বাংলা জয় পায়নি। যিশুদা ভܫীষণ ইমোশন্যাল হয়ে পড়েছিল কালকেই। আমার স্বপ্ন আমি যাতে যিশুদার হাতে ট্রফিটা তুলে দিতে পারি’।
শনিবার ম্যাচ জিতে মাঠে হ⛄াউ হাউ করে কাঁদলেন যিশু। দুই মেয়ে সারা ও জারাকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন বেঙ্গল টাইগার্সের অধিনায়ক। পাশে দেখা মিলল স্ত্রী নীলাঞ্জনারও। প্রথম কোয়ালিফায়ারের 😼দিন যিশুর সঙ্গে ছিল না পরিবার, যিশুর কন্যেরাই তাঁর লাকি চার্ম এমনটা বলতে শোনা গেল অভিনেতা জয়ী দেবরায়কে।
তীরে এসে যেন তরী নাꦛ ডোবে, সেটাই এখন একমাত্র লক্ষ্য বেঙ্গল টাইগার্স টিমের। জ্যামি জানালেন, ‘এত বাধা পেরিয়ে যখন ফাইনালে পৌঁছেছি তখন খালি হাতে ফিরব বলে নয়। আর রানার্স আপের তো ট্রফিও নেই। ট্রফি নিয়েই ফিরব, আমরা আত্মবিশ্বাসী’।
বেঙ্গল টাইগার্সের জন্য কলকাতায় বসে চ⛎িয়ার করছেন সহকর্মীরা। এদিন জিতু কমল যিশুর উদ্দেশে লেখেন, ফাইনালে জিতে যেন চোখে জল না থাকে অভিনেতার। জিতু লিখেছেন, ‘একজন ইয়ংস্টার এর নাম না বললেই নয়,যীশু।তোমার ভবিষ্যৎ উজ্জ্বল,শালা তুমি গুরু জিনিস। তবে আজ জেতার পর তোমায় যেন কাঁদতে না দেখি,তোমার হাসি মুখটা অনেককে অ☂নেক জবাব দেয়।’