ছবি মুক্তির পর পেরিয়ে গিয়েছে প্রায় দেড় মাস। ষষ্ঠ সপ্তাহে এসে কিছুটা হলেও শ্লথ হয়েছে ভিকি কৌশল অভি𒁃নীত ছাবা ছবিটির বক্স ༒অফিস কালেকশন। প্রায় ৬০০ কোটির দোরগোড়ায় দাঁড়িয়ে এখন এই ছবিটি। ৪১ তম দিনে এসে কত আয় করল?
আরও পড়ুন: সুরের জাদু𒅌 নয়, ꦬনাচের তালে কনসার্ট জমালেন অরিজিৎ! ভাঙরা নাচলেন শাহরুখের কোন গানে?
আরও পড়ুন: ট্রোল্ড হলেও সামাজিক বার্তা দিতেই সঙ্গে রেখে🐽ছিলেন মাছ! কী ছিল মনামীর সেই ভাবনা?
ছাবা ছবিটির বক্স অফিস কালেকশন
মুক্তির পর ৪১ তম দিন অর্থাৎ বুধবার ২৬ মার্চ ছাবা ছবিটি বক্স অফিসে ১ কোটি ৪০ লাখ টাকা আয় করেছে। ไফলে বর্তমানে এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৫৮৭ কোটি ৭৫ লাখ টাকায়।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, প্রথম সপ্তাহে ভিকি কৌশল অভিনীত এই ছবিটি বক্স অফিসে ২১৯ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। দ্বিতীয় সপ্তাহে সেই আয়ের পরিমাণ ছিল ১৮০ কোটি ২৫ লাখ টাকা। তৃতী♈য় সপ্তাহে স💛েটা এক ধাক্কায় অনেকটাই কমে হয় ৮৪ কোটি ৫ লাখ টাকা। চতুর্থ সপ্তাহে বক্স অফিসে ছাবা ছবিটি ৫৫ কোটি ৯৫ লাখ টাকা আয় করেছে। পঞ্চম সপ্তাহের মোট উপার্জন ছিল ৩৩ কোটি ৩৫ লাখ। ষষ্ঠ শুক্রবার ২ কোটি ১০ লাখ টাকা ঘরে তোলে ছাবা, শুক্র এবং শনিবার সেই আয় পরিমাণ কিছুটা বেড়ে দাঁড়ায় ৩ কোটি ৬৫ লাখ এবং ৪ কোটি ৬৫ লাখ টাকায়। ষষ্ঠ সোম এবং মঙ্গলবার এই ছবিটি যথাক্রমে আয় করেছে ১ কোটি ৬০ লাখ এবং দেড় কোটি টাকা।
ছাবা ছবিটি প্রসঙ্গে
ছাবা ছবিটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উটꦰেকর । দীনেশ বিজন প্রযোজনা করেছেন ছবিটির। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ধরা দিয়েছেন ভিকি কৌশল। তাঁর স্ত্রীর চরিত্রে আছেন রশ্মিকা মন্দা𒁏না। ঔরঙ্গজেবের চরিত্রে দেখা মিলছে অক্ষয় খান্নার।