১৫ ডিসেম্বর চার হাত এক হয় সৌরভ দাস আর দর♏্শনা বণিকের। টলিউডের এই দুই তারকার বিয়ে নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে মাতামাতি। সোশ্যাল মিডিয়াতেও পড়েছে সেই ছাপ। সৌরভ-দর্শনার বিয়েতে টলিউডের তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাসও।
বিয়ে হয় শুক্রবারে। হিন্দু রীতিনীতি মেনেই সব আয়োজন করা হয়েছিল দুই পরিবারের পক্ষ থেকে। আর শনিবার নিয়ম মেনেই হল বিদাই। যদিও বউকে মন খারাপ করার কোনও সুযোগই দিলেন না সৌরভ। একেবারে রাজকীয় কায়দ🐠ায় নিয়ে এলেন নিজের বাড়িতেꦚ। বউকে আনতে ভাড়া করা হয়েছিল ভিন্টেজ রোলস রয়েস। হুডখোলা গাড়িটিকে সাজানো হয়েছিল নানা রঙের ফুলে।
অনলাইনে শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে কলকাতার রাস্তা দিয়ে ছুটছে সাদা রঙের সেই পক্ষীরাজ রোলস রয়েস। আর তাতে বসে আছেন সৌরভ-দর্শনা। ঠান্ডা থেকে বাঁচতে বিয়ের পোশাকের ꦑউপর দিয়ে দুজনেই পরে রয়েছেন জ্যাকেট। দর্শনাকে দেখা গেল সৌরভের কাঁধে মাথা দিয়ে রাখতে। পরম যত্নে আগলে রেখেছিলেন সৌরভও।
ক🧜মলা রঙের শাড়ি পরেছিলেন অভিনেত্রী। সিঁথি ভরা🏅 সিঁদুর যেন আরও বাড়িয়ে দিয়েছে সৌন্দর্য। দেখুন সেই ভিডিয়ো-
নেটপাড়া শুভেচ্ছা জানাল সৌরভ আর দর্শনাকে। ‘এভাবেই সারা জীবন একসঙ্গে হাসিখুশি থেকো’, মন্তব্য এক অনুরাগীর। যদি𝔍ও কেউ কেউ আবার মস্করা করে লিখলেন, ‘এবার ঠান্ডা লাগলে বুঝবে। ভালোই কিন্তু শীত পড়েছে কলকাতায়।’
রুপোর জরির উপর🅠 সোনার জল করা লাল বেনারসি পরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন দর্শনা। গা ভরা সোনার গয়নাও চোখ টেনেছিল সকলের। আর সৌরভকে দেখা যায় সাদা পঞ্জাবি এবং ধুতিতে। সঙ্গে নিয়েছিলেন লাল জারদৌসি ওড়না। পর্দার প্রেম ফিল্মি কায়দাতেই রূপ পায় বাস্তবে।
রাজকীয় বিয়🃏ের খাবারের মেনুও ছিল জিভে জল আনা। অতিথিদের পাতে পড়েছিল রাধা বল্লভী, ছোলার ডাল, বাসন্তী পোলাও, ডায়মন্ড ফিসফ্রাই, ফি♑স পাতুরি, চিংড়ির মালাইকারি, চিকেন তন্দুরি, মটন কষা, ক্ষীরের পাটিসাপটা, মালপোয়া, রাবরি, নলেনগুড়ের রসগোল্লা, সন্দেশ আইসক্রিম।
সৌ🌊রভ-দর্শনার বি♎য়েতে নিমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টলিউড তারকাদের সঙ্গে দিদির সম্পর্ক বরাবরই মধুর। নিজে না আসতে পারলেও তৃণমূল সুপ্রিমো চিঠি পাঠান নব দম্পতিকে। যাতে লেখা ছিল, ‘প্রিয় দর্শনা আর সৌরভ, তোমরা ১৫ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছ জেনে খুশি হলাম। নতুন জীবনের সূচনায় তোমাদের আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই। তোমাদের যৌথ জীবন সুখের হোক, এই শুভকামনা করি। ভালো থেকো। – তোমাদের মমতা।’