ডেভিড ওয়ার্নারের একটি ম্যাচের টিকিটের উপর এসএস রাজামৌলি ডিসকাউন্ট চাওয়ায় এটা কী কাণ্ড ঘটিয়ে বসলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার! শর্ত না মানায় কিনা জোর করে রাজামৌলি নির্দেশনায় তৈরꦫি হওয়া একটি বিজ𒅌্ঞাপনে ঢুকে পড়লেন তারপর...? শেষ পর্যন্ত কি ছাড় পেলেন আরআরআর পরিচালক?
এসএস রাজামৌলির সঙ্গে ডেভিড ওয়ার্নার
নতুন একটি বিজ্ঞাপনে জুটি বাঁধতে দেখা গেল আর আর আর খ্যাত পরিচালক এসএস রাজামৌলি এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে। বিজ্ঞাপনের শুরুতে দেখা যাচ্ছে রাজামৌলি ওয়ার্নারকে ফোন করেছেন, যাতে সেই অস্ট্রেলিয়ান ক্রিকেটার তাঁর ম্যাচের টিকিটের উপর কিছুটা ছাড় দেন রাজামৌল𝄹িকে। এই কথা শুনে ঘরে আয়েশ করে সোফায় শুয়ে থাকা ওয়ার্নার ꧑বলেন, ' রাজা স্যার আপনার যদি CRED ইউপিআই থাকে তাহলে আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন।' তখন এসএস রাজামৌলি বলেন, 'যদি এমনই ইউপিআই থাকে তাহলে?' উত্তরে ওয়ার্নার বলেন, 'তাহলে আপনাকে আমাকে একটা সাহায্য করতে হবে। আমার হয়ে একটা কাজ করতে হবে।' কী সেই কাজ? তাঁকে দিয়ে অভিনয় করানো।
আরও পড়ুন: একসঙ্গে দুজন মহিলার সঙ্গে মাখোমাখো প্রেম! তারপর...? জীবনඣের গো💙পন গল্প ফাঁস করে কী বললেন কার্তিক?
আর ওয়ার্নারকে দিয়ে অভিনয় করাতে গিয়ে কালঘাম বেরিয়ে যায় এসএস রাজামৌলির। ভুলভাল কাজ, সংলাপ, অভিনয় দেখে পাগল হয়ে যান পরিচালক। তাই ছাড়ের বদলে ক্যাশব্যাক পাওয়াই শ্রেয় মনে করেন। তাই তি🐼নি তড়িঘড়ি সেই CRED ইউপিআই ডাউনলোড করে তার থেকেই টিকিট কেটে নেন ডেভিড ওয়ার্নারের এই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য!
CRED বিজ্ঞাপন প্রসঙ্গে
এসএস রাজামৌলি এবং ডেভিড ওয়ার্নার দুজনেই তাঁদের টুইটার অর্থাৎ যা বর্তমানে এক্স নামে ꦏপরিচিত সেখানে এই ভিডিয়ো পোস্ট করেছেন। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যাপশনে লেখেন, 'ওয়ার্নার ব্রোজ।' পরিচালক লেখেন, 'আমার জীবনের সব থেকে লম্বা শ্যুট।' ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো। পেয়েছে ১.৬ মিলিয়ন ভিউজ।
আরও পড়ুন: রাজনীতিতে আসার নেপথ্যে স্রেফ জনসেবা, দাবি রচনার! বললেন, 'এতদিন অনেক পেয়েছ💛ি, এবার...'