আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। দল মত নির্বিশেষে বিচারের দাবিতে পথে নেমেছেন আম আদমি থেকে তারকা। সকলের একটাই দাবি, 'বিচার চাই'। তবে সকলেই যখন সোচ্চার, এই পরিস্থিতিতে এক্কেবারেই চুপ অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। যে বিষয়টি নজর এড়ায়নি আম জনতার। খুব স্বাভাবিক ভাবেই এতবড় ঘটনার পর অনির্বাণকে চুপ থাকতে দেখে তাঁকে সোশ্যাল মিডিয়ায় তুলোধ𓂃না করছেন নেটিজেনরা।
এমনকি 'খোকা নিখোঁজ' পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনির্বাণকে খোঁচা দিতে ছাড়েননি রানা সরকার। তবে এই পরিস্থিতিতে অনির্বাণের পাশে দাঁড়ালেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। নিজের ফেসবুকের পাতায় লম্বা পোস্টে অনির্বাণের সমর্থনে সুর চড়িয়ে দেবালয় লেখেন, ‘অনির্বাণ ভট্টাচার্য কেন নীরব,ℱ তাই নিয়ে দেখছি নানা ক্ষোভ। তিনি একজন শিল্পী। তার কাজ নয় গিয়ে মিডিয়ার সামনে বক্তব্য 🍸রাখা। তার কাজ তার কাজে, নাটক সিনেমাতে তার বক্তব্য রাখা। সেটা না করতে পারলে তাকে দুষতে পারেন। সেলিব্রিটি দিয়ে আন্দোলন হয় না। সর্বপ্রথম এই সবটা থেকে সেলিব্রিটিদের কোট আনকোট নিষিদ্ধ করা উচিত। ফুটেজকামী is the new sexuality (ফুটেজকামী এখন নতুন যৌনতা)।’
আরও পড়ুন-'খোকা নিখোঁজ' আরজি করের পর অনির্বাণকে নিরুদ্দেশ ঘꦬোষণা করলেন রানা সরকার
দেবালয়ের বক্তব্য, ‘আমরা শিল্পী। আমরা আমাদের কাজ কম বেশি করার চেষ্টা করি। হয়তো পারি না। ইতিহাস তার বিধান দেবে। মানুষ প্রতিবাদ করুক। সেলিব্রেটিরা ফানুস। আসিবে যাইবে ফুটেজ পাইবে। নেতা কই? কেন সেলেবদের কথা বলতে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ একটা পলিটিকাল লড়াই। সেলেবরা বলছে ক▨ার✨ণ সুশীল সমাজে কোনও নেতা নেই। বিপক্ষ নেই।’
নাহ, দেবালয় থামেননি। সবশেষে মহাত্মাগান্ধী আর ফিয়ারলেস নাদিয়ার উদাহরণ টেনে পরিচালক লেখেন, ‘ব🐲্রিটিশ ভারতের বিরুদ্ধে গান্ধীর কথা শুনতো লোকে ফিয়ারলেন নাদিয়ার বাইট নিত না। নিলে ট্রোল হোতো আমি নিশ্চিত। আমরা বিরোধী বানাতে পারিনি। আমাদের নেতা নেই, মুখপাত্র নেই। আমাদের কণ্ঠস্বর গরু নামক রচনা। এর জন্য আমরা দায়ী। কর্মফল…আর এর মধ্যে কেউ চেগে গিয়ে চিৎকার করল। আসছে বছর আবার হবে। বুঝতে পারেনি। ক্ষমা করে দেবেন তাদের।’ তবে এক্ষেত্রে ‘আমাদের নেতা নেই, মুখপাত্র নেই। আমাদের কণ্ঠস্বর গরু নামক রচনা।’ কথাটি দেবালয় দ্ব্যর্থ অর্থে ব্যবহার করেছেন বলেই মনে করা হচ্ছে।
নিজের পোস্টের হ্য়াশট্যাগে দেবালয় 'ব্যান সেলেব', ‘অ্যকসꦇেপ্ট ইটস পলিটিক্যাল’, ‘নো স্টপিং নাও’ যুক্ত করেছেন।