আর জি কর কাণ্ড নিয়ে রাজ্যজুড়ে শোরগোল পড়েছে। সরব আম আদমি থেকে তারকা। তবে এরই মাঝে কিছু তারকা এক্কেবারেই চুুপ। মুখে কুলুপ এঁটেছেন। যেবিষয়﷽গুলি অবশ্য অন🍎েকেরই নজর এড়াচ্ছে না। আর তাই কিছুদিন আগেই ‘লাপাতা লেডিজ’ বলে সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় পোস্টার পড়েছিল।
আর এই ৪ ‘লাপাতা ಌলেডিজ’ ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, জুন মালিয়া, শতাব্দী রায়। এদের মধ্যে রচনা অবশ্য পরে আরজি কর কাণ্ডে নিয়ে কেঁদে কেটে ভিডিয়ো পোস্ট করে তীব্র ট্রোল হয়েছেন, আর সায়নী, জুন, শতাব্দীরা দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই রাস্তায় হেঁটেღছেন। তবে সেসব গেল পুরনো কথা। এখন আবার নতুন করে পোস্টার পড়েছে। এবার ‘নিখোঁজ খোকা’। লাপাতা লেডিজদের মতো খোকাও যে নিখোঁজ সেটা এতদিন অনেকেই হয় খেয়াল করেননি। তবে মনে করিয়ে দিলেন প্রযোজক রানা সরকার।
সিনেমার স্ক্রিনশট নিয়ে 'খোকা' অনির্বাণের ছবি পোস্ট করে 'নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা' করেছেন রানা সরকার। বর্ণনায় লিখেছেন, ‘নাম: খোকা, গায়ের রং: উজ্জ্বল শ্যামবর্ণ, উচ্চ🌄তা: ৫’১১", মুখে : প্রিটেনশন, বাড়ি: পর্দা ও মঞ্চ। RG Kar-এর ঘটনার পর থেকে নিখোঁজ। সন্ধান পেলে জানাবেন।’
রানা সরকারের এই পোস্ট যে আর জি কর কাণ্ডে অনির্বাণ ভট্টাচার্যের মুখে কুলুপ আঁটা নিয়ে কটাক্ষ, তা বুঝে নিতে অসুবিধা হয়নি নেটপাড়ার। পোস্টের নিচে উঠে এসেছে নানান মন্তব্য। একজন প্রশ্ন তুলে লিখেছেন, ‘দাদা সেই গান মনে আছে?-"কথা বলো 𓆉না। কেউ ঝগড়া করো না ভগবান নিদ্রা গিয়েছেন গোলযোগ সইতে পারেন না। তুমি ঘুম থেকে উনাকে উঠি ও না’। কারোর কথায়, ‘এ তো আলপাচিনো’। কারোর কটাক্ষ, ‘তুমিও মানুষ আমিও মানুষ তফাৎ শুধু শিরদাঁড়ায়।’ কারোর মন্তব্য, ‘খোকা মাছ ধরতে গেছে মালিকের পুকুরে....’। কেউ জানিয়েছেন, ‘ওঁর স্ত্রী দেখলাম পথে নেমেছে। ওঁর এখনও অবধি কোনো দেখা নেই।’ কারোর মন্তব্য, ‘খোকা ৪২০ ও তো নিরুদ্দেশ’।