ছোট পরদার নায়িকারা বরাবরই বেশ জনপ্রিয়। ধারাবাহিককে হাতিয়ার করেই তাঁরা পৌঁছে যান সাধারণের ঘরে। ছোট পরদা থেকে বড় পরদায় লা⭕ফ দেওয়ার গল্পটাও খুব সাধারণ। ঋতাভরী থেক𓄧ে মধুমিতা, সকলেই এখন রাজ করছেন সিনেমা-সিরিজে। দিনকয়েক আগে মিঠাই ধারাবাহিকের নায়িকা সৌমিতৃষা কুণ্ডুর দেবের নায়িকা হওয়ার খবর সামনে এসেছিল। ছবির নাম প্রধান। এবার জিতের সঙ্গে কাজ করতে চলেছেন দেবচন্দ্রিমা সিংহ রায়।
দেবচন্দ্রিমা-কে ছোট পরদায় দেখা গিয়েছে ‘সাঁঝের বাতি’, ‘সাꦑহেবের চিঠি’-র মতো সিরিয়ালে। হইচইয়ের ﷺ‘হোমস্টে মার্ডার’-এও ছিলেন তিনি। তবে এবার অভিনেত্রীর কাছে সুযোগ এসেছে বড় পর্দায় কাজের। প্রসঙ্গত, দেবের কিশমিশে নায়কের প্রাক্তন প্রেমিকার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তবে সেটা খুবই ছোট্ট একটা চরিত্র। সে অর্থে টলিউডের ডেবিউ ছবি হতে চলেছে দেবচন্দ্রিমার জিতের বিপরীতেই।
জিৎ-রুক্মিণী মৈত্র-র জুটিতে আসছে ‘বুমেরাং’। আর এতেই থাকবেন দেবচন্দ্রিমা। জিৎ প্রযোজিত এবং সৌভিক কুণ্ডু পরিচালিত এই ছব♏িতে জিৎ আর রুক্মিণী ছাড়াও থাকবে আরেক জুটি। যাতে দেবচন্দ্রিমার বিপরীতে দেখা যাবে ‘বল্লভপুরের রূপকথা’-খ্যাত সত্যম রায়চৌধুরীকে।
প্রথমে দেবচন্দ্রিমাকে দেওয়া চরিত্রটির জন্য ভাবা হয়েছিল সৌমিতৃষাকে। মিঠাই-নায়িকা নিজেও জানিয়েছিলেন দেবের ‘প্রধান’ ছাড়াও তাঁর হাতে আরও একটি বড় ছবির কাজ ছিল। আরও পড়ুন: মিঠাই রানির পর শাক্য! ক💟ৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমায় ধৃতিষ্মান, সঙ্গে অঙ্কুশ-ইশা
দেবচন্দ্রিমা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কথাব🗹ার্তা এখনও প্রাথমিক স্তরেই রয়েছে। তিনি এখনও চিত্রনাট্য হাতে পাননি। তবে তাঁর চরিত্রটি এই প্রজন্মের একটি মেয়ের। যে বেশ ছটফটে, প্রাণবন্ত। একটু বেশিই স্মার্ট। দেবচন্দ্রিমার ‘ব্যুমেরাং’-এ কাজের খবর সামনে আসতেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা।
এদিকে আবার, দিনকয়েক আগেই দেবচন্দ্রিমার ব্রেকআপের খবর ছড়ায় সব জায়গায়। দেখা যায় দীর্ঘদিনের ‘বিশেষ বন্ধু’ রিজওয়ানকে সোশ্য🐈াল মিডিয়ায় আনফলো করে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, রিজওয়ানের সঙ্গে পোস্ট করা সব রোম্যান্টিক ছবি-রিলও মুছে ফেলেছেন। আনফলো করেছেন রিজওয়ানও। তবে তিনি ‘বান্ধবী’র মতো পোস্ট মুছে ফেলার কাজটা করেননি। 'সাঁঝের বাতি' সিরিয়ালের সুবাদে বন্ধুত্ব দেবচন্দ্রিমা ও রিজওয়ানের। সিরিয়াল চলাকালীনই নাকি শুরু হয়েছিল তাঁদের প্রেম। যদিও প্রকাশ্যে কোনওদিনই সেই সম্পর্কে শিলমোহর দেননি দুজনে। তবে হঠাৎ সেই বন্ধুত্বে ইতি কেন টানলেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।