আলিয়া ভাটের ভুয়ো ভিডিয়ো ঘিরে তোলপাড়া সোশ্যাল মিডিয়া। ডিপফেকের কবলে পড়লেন বলিউড অভিনেত্রী। 🌊সম্প্রতি আলিয়ার একটি ভিডিয়ো ভ💃াইরাল হয়েছে। সেখানে লাল শাড়ি পরে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তাঁর বক্ষ বিভাজিকা স্পষ্ট। তবে জানা গিয়েছে, অভিনেত্রী ওয়ামিকা গাব্বির মুখের উপর আলিয়া ভাটের মুখ বসিয়ে ডিপফেক ভিডিয়োটি ছড়িয়েছে।
আলিয়া ভাটের ডিপফেক ভিডিয়ো
ভাইরাল হওয়া ভুয়ো ভিডিয়োটি অভিনেত্রী ওয়ামিকা গাব্বির। AI-এর সাহায্য নিয়ে তাঁর মুখকে ডিজিট্যালি বদলে আলিয়ার মুখ ব্যবহার করা হয়েছে। প্রথমে রশ্মিকা মান্দানা, তার পর কাজল, আর এবার ডিপফেক ভিডিয়োর শিকার হলেন আলিয়া ভাট। ভিডিয়োয় দেখা যাচ্ছে, আলিয়ার পরনে লাল শাড়ি ও ব্লাউজ। এক ঝলকে ভুল হলেও, একটু ভালো ভাবে দেখলে বোঝা যায় এটি আলিয়া নয়। অন্য কারওꦐ ভিডিয়োয় ব্যবহার করা হচ্ছে আলিয়ার মুখ।
আরও পড়ুন: বিধ্বংসী রূপে শাকিব, অন্য মেজাজে ধরা দিলেন চঞ্চল, প্রকাশ্যে𝓡 ‘তুফান’-এর টিজার
আরও পড়ুন: মেট গালায় শাড়িতে অনবদ্য লুকে আলিয়া, ছবি দꦇেখে প্রশ๊ংসায় ভরালেন জাহ্নবী, ম্রুণালরা
ভাইরাল ভিডিয়ো𝔍র ক্যাপশনে লেখা, ‘পর্দার বাইꦏরে আলিয়া ভাট।’ সেই পোস্টেই একজন কমেন্ট করে স্পষ্ট করে দেন, এই ভিডিয়ো মোটেই আলিয়ার নয়। আলিয়ার ছবিকে ডিপফেক ভিডিয়োয় ব্যবহার করলেন তাঁর অনুরাগীরাই। তবে এই ভিডিয়ো নিয়ে কোনও মন্তব্য আসেনি আলিয়ার তরফ থেকে। আসলে, দিন কয়েক আগে ওয়ামিকা নিজেই এই ভিডিয়ো পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োটিই ডিপফেক তৈরি করতে ব্যবহার করা হয়েছে। তবে এই ভিডিয়ো তৈরির পিছনে যে কোনও খারাপ উদ্দেশ্য নেই, তা পরিষ্কার।
আরও পড়ুন: দীপিকার সঙ্গে অশ✱ান্তি? কেন ইনস্টাগ্রাম থেকে বিয়ের সমস্ত ছবি মুছে ফেললেন রণবীর সিং
আরও পড়ুন: নিরাপত্তারক্ষীদের সঙ্গে ছবি তোলার জন্𝓡য অপেক্ষা, রাজকুমারের আচরণ দেখে মুগ্ধ নেটদুন🎃িয়া
ডিপফেক কী?
ডিপফেক হল এক ধরনের সিন্থেটিক মিডিয়া যেখানে বিদ্যমান ইমেজ𓂃 বা ভিডিয়োতে থাকা একজন ব্যক্তিকে এআই ব্যবহার করে অন্য কারও সাদৃশ্য দিয়ে প্রতিস্থাপিত করা হয়। মেশিন লার্নিং ব্যবহার করে সংশ্লিষ্ট কারও ছবি ও ডায়ালগ (সংলাপ) দিয়ে দিলে সংশ্লিষ্ট ছবির ব্যক্তিটির ভিডিয়ো তৈরি হয়ে যাবে। যেখানে দেখা যাবে—সংশ্লিষ্ট ব্যক্তি বক্তব্য রাখছেন, বক্তৃতা করছেন বা অন্য কোনও কিছু করছেন। এই প্রযুক্তি ব্যবহার করেই তৈরি করা সম্ভব অশ্লীল ভিডিয়ো।