ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই। আর হবে নাই বা কেন, একদিকে তৃণমূলের তারকা প্রার্থী, তথা সাংসদ দেব। অন্যদিকে বিজ🍬েপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। দুজনেই ইতিমধ্যেই জমিয়ে প্রচার শুরু করে দিয়েছেন। জমিয়ে জনসংযোগ করছেন। এদিন সেই প্রচারের ফাঁকেই দেবকে ঘাটালের তৃণমূল কর্মীদের সঙ্গে বসে পাত পেড়ে ভাত খ𓂃ান।
প্রচারের ফাঁকে তৃণমূল কর্মীদের সঙ্গে দেব
দেব যেভাবে ভক্তদ🌸ের সঙ্গে মেশেন তাতে মুগ্ধ সকলেই। আর তাঁর সেই একই রূপ দেখা যায় ভোটের প্রচারের সময়। এই সময় তিনি যেন জনগণের একজন𓂃। আর সেই কথাই যেন এদিন তিনি আবারও প্রমাণ করে দিলেন।
আরও পড়ুন: খোলা পিঠ জুড়ে কবিতার লাইন, সাജদা - লালের নকশি কাঁথার গাউনে প্রাচ্য - পাশ্চাত্য মেলালেন মনামী
ঘাটালে এদিন যখন তিনি প্রচার করছিলেন আসন্ন লোকসভ🌌া ভোটের তখন দুপুরে সেখানকার তৃণমূল কর্মীদের সঙ্গে বসে ভাত খেলেন একই আসনে। কাঠফাটা রোদে ঘেমেনেয়ে একশা হয়ে আলাদা ক🌳োথাও নয়, সবার সঙ্গে বসে মধ্যাহ্নভোজ সারেন। তাঁর মধ্যে ছিল না কোনও স্টার সুলভ আচরণ।
এদিন দেবকে কলাপাতায় করে ভাত, বড়া, আলু ভাজা, বেগুনি, ইত্যাদি দিয়ে ভাত খেতে দেখা যায়। ভাত খেতে খেতে তিনি কর্মীদের সঙ্গে জমিয়ে গল্পও করেন। শুধুই কি তাই। তিনি এদিন মাটিতে বসে সক🥃লের সঙ্গে ভাত খান। আর এখান থেকে বেশ বোঝা যায় যে দুবার ঘাটাল থেক🔯ে জিতে তিনি সেখানকার ঘরের ছেলে হয়ে উঠেছেন এক প্রকার।
তবে দেবের এই কাজ দেখে কেউ কেউ কটাক্ষ করেছেন। বলেছেন তিনি নাকি মোদীর অনুকরণ করছেন। কিছুদিন আগে হিরণকেও তাঁর দলের কর্মীদের সঙ্গে খেতে দেখা যায়। তবে দেব অনুরাগীরা জানিয়েছেন দেব এবারও জয়ী হবেন ঘাটাল থেকে। হ্যাটট্রিক করবেন তিনি। একই🔯 বিশ্বাস দেবেরও। তিনি কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, 'এবার বেশি মার্জিনে জিতব।' এই আত্মবিশ্বাস কতটা সত্যি হয় সেটা ভোটের ফলাফল বেরোলেই স্পষ্ট হবে।