বলিউড যা করে দেখা দেখাচ্ছে সেটা কেন পারছে না বাংলা? বিবাদ ভুলে ফের একসঙ্গে এক ফ্রেমে ধরা দিয়েছেন শাহরুখ খান এবং সলমন খান। পেয়েছেন দুর্দান্ত সাড়াও। দর্শকদের মন জিতে নিয়েছে পাঠান ছবির সেই দৃশ্য। আগামীতে আবার টাইগারের পাশে দাঁড়াতে আসছে পাঠান। যেখানে সমস্যা মিটিয়ে পাঠান টাইগার একে অন্যে🔯র পাশে দাঁড়াচ্ছে বলিউডে তাহলে বাংলার দুই সুপারস্টার কেন একে অন্যের থেকে মুখ ফিরিয়ে আছেন? কাদের কথা বলছি দেব এবং জিৎ।
দুই🔯 পৃথিবী ছবির পর আর দেব এবং জিৎকে একত্রে দেখা যায়নি। বক্স অফিসে তুমুল সাড়া ফেললেও দুই তারকা আর কখনই একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি। তবে কি তাঁদের ম✅ধ্যে কোনও বিবাদ চলছে যা টলিউডের কথা ভেবেও কাটানো যাচ্ছে না?
দেব অভিনব কায়দায় তাঁর ছবির প্রচার করেন আজকাল। গোটা টলিউডকে এক ছাতার🔯 তলায় আনতে বদ্ধপরিকর যে তিনি সেটা ব্যোমকেশের প্রচারেই বোঝা গিয়েছে। এমনকি জিতের ছবি বেরোলে শুভেচ্ছা জানাতেও ভোলেন না। তাহলে ছবি করতে অসুবিধা কোথায়?
আরও পড়ুন: দেব ছাড়া বাংলা ছবিকে কেউ ব্যবসা দিচ্ছে না? বিতর্কের উত্তর💟ে কী বললেন 'বাঘা যতীন'?
আরও পড়ুন: 'হিট করলে আনন্দ সবার, ꦺফ্লপ হলেই...' সুপারস্টার হওয়ার চাপꦜ বোঝালেন দেব
জিৎ প্রসঙ্গে কী বললেন দেব?
একটি সাক্ষাৎকারে জিতের সঙ্গে কাজ করার প্রসঙ্গে দেব জানিয়েছেন, 'আমার আর জিতের ছবি দুই পৃথিবীর পর আসেনি মানে আর আসবে না এমনটা নয়। কিন্তু সেরকম ভালো একটা সাবজেক্টও তো আসতে হবে। গল্পের মধ্যে আমাদের দুজনকেই নিজেদের জায়গা খুঁজে পেতে হবে।' তিনি আরও জানান যে এমন একটা অফারও তিনি পেয়েছিলেন কিন্তু নাকচ করে দেন সেটা। দেবের কোথায়, 'আমি কারও নাম নিচ্ছি না, কিন্তু একজন বড় পরিচালক একটি স্ক্রিপ্ট এনেছিলেন। কিন্তু গল্পটা আ𒁏মার ভালো লাগেনি।'
দেব-জিতের আগামী প্রজেক্ট
দেব জিৎকে আবার একত্রে কবে পর্দায় দেখা যাবে সেটা অজানা হলেও আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে বাঘা যতীন। এবার এই ছবিতেই নাম ভূমিকায় ধরা দেবেন তিꦺনি। আগামী ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে এই ছবি। অন্যদিকে জিৎকে দেখা যাবে মানুষ ছবিতে। তাঁর সঙ্গে এখানে থাকবেন জিতু কমলও।