হাতে সময় থাকলেই ক্রিকেট মাঠে দেখওা যায় অভিনেতা দেবকে। ব্যাট আর বল হাতে তিনি যে মাঠে যে ভালোই ঝড় তুলতে পারেন, তা এর আগেও প্রমাণ মিলেছে। এবারেও দেখা গেল দেব যেন একাই একশো।
তবে এই ক্রিকেট ম্যাচ আরও স্পেশাল🧸 কারণ তা খেল হল খাদান লেখা জার্সি গায়ে। আর দেবের টি-শার্টের গায়ে লেখা ছিল ‘রাজার রাজা’। আপাতত অভিনেতার আসন্ন এই ছবির রাজার রাজা গানটি ইন্টারনেট সেনসেশনে পরিণত হয়েছে।
টেক্কা ঝড় তুলেছিল পুজোতে। এবার শীতের ছুটিতে আসছে খাদান। এই সিনেমার প্রথম মুক্তি পাওয়াগান ছিল রাজার রাজা। গানটি লিখেছেন ঋতম সেন। গেয়েছেন অরিজিৎ সিং। তাঁকে স❀ঙ্গ দিয়েছেন খোদ দেব। বহুবছর পর দেবকে এভাবে নাচতে দেখে রীতিমতো শিহরিত হয়ে পড়েছিল তাঁর অনুরাগীরা। নাচের স্টেপ দিয়ে টলিউডের ‘পাগলু’ তারকা সবার মনে রাজত্ব করেছেন।
এই গানে দেখা গিয়েছিল সামনে মহাদেবের মূর্তি। হা꧒তে ঘণ্টা আর সুবিশাল প্রদীপ নিয়ে আরতিতে মেতেছেন দেব। চারিদিকে উড়ছে গেরুয়া পতাকা, ফুল। বাজছে ধামসা, মাদল। মহাদেব যেমন তাণ্ড❀বে মেতে উঠেন, এখানেও দেব তেমনই সব ভুলে নাচেন রাজার রাজার তালে।
আরও পড়ুন: পরিচালক ൲কাট বলার পরও উনি ঠোঁট ছাড়তেই চাইছিলেন না, অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বিস্ফোরক সায়নী
খাদান ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন সঞ্জয় রিনো দত্ত। বাংলার খনি অঞ্চলের অর্থাৎ খাদানের প্রেক্ষꦆাপটে সাজানো এই ছবি। খাদানে দেবের সঙ্গী যিশু সেনগুপ্ত। প্রসঙ্গত জুলফিকারের পর এই ছবিতে ফের একসঙ্গে যিশু এবং দেবকে দেখা যাবে। এছাড়াও রয়েছেন বরখা বিস্ত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু প্রমুখ। মোহন দাস (যিশু) আর শ্যাꦬম মাহাতোর (দেব)-এর জীবনের ওঠাপড়ার গল্প উঠে আসবে এই ছবিতে। সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে খাদান।
এদিকে ডিসেম্বরের ছুটিতে একগুচ্ছ বাংলা ছবির মুক্তির কথা শোনা যাচ্ছে। আমার বস যেমন তার প্রাথমিক পরিকল্পনা হিসেবে ২১ জুন আসেনি হলে। তখনই শোনা গিয়েছিল নির্মাতারা শীতের ছুটিকেই বেছে নিতে পারেন। মিঠুন-শুভশ্রীর সন্তানও আসছে ডিসেম্বরে। অর্থাৎ বক্স অফিসে মুখোমুখি দুই প্রাক্তন, এবার তো মিঠুনও বিপক্ষ টিমে! প্রতীম ডি গুপ্তর চালচিত্র এবং মানসী সি𓄧নহার ৫ নম্বর স্বপ্নময় লেনও মুক্তির কথা রয়েছে।