২০০২ সালে সঞ্জয়🍸 লীলা বানসালির পিরিয়ড ড্রামা দেবদাস-এ ব্যর্থ প্রেমিকের চরিত্রে দেখা মিলেছিল শাহরুখ খানের। পারো-র বিচ্ছেদে নিজেকে মদের নেশায় ডুবিয়ে নিয়েছিল শরৎচন্দ্রের দেবদাস। আর সেই চরিত্র সেলুলয়েডের পর্দায় তুলে ধরতে বড় মাশুল দিতে হয়েছিল নায়ককে। লোকার্নো চলচ্চিত্র উৎসবের একটি নতুন কথোপকথনে, অভিনেতা প্রকাশ করেছিলেন যে তিনি এই ভূমিকা ফুটিয়ে তুলতে পদ্ধতিগত অভিনয় বা মেথড অ্যাক্টিং-এর আশ্রয় নিয়েছিলেন, যা তার পক্ষে এবং বিপক্ষে কাজ করেছিল।
দেবদাস মুখোপাধ্যায় হয়ে উঠতে শাহরুখ মদ্যপানের দিকে ঝুঁকেছিলেন। যখন তাঁকে জিজ্ঞাসা করা হয় এর ফল ভালো হয়েছিল কিনা, তিনি জানান- এট♓ি তাকে পরের বছর সেরা অভিনেতার পুরস্কার এনে দিয়েছে। তবে এর ফলে তাঁর স্বাস্থ্যের ক্ষতি হয়েছে। শাহরুখ বলেন, ‘এটি সাহায্য করতে পারে, তবে আমি চলচ্চিত্রের পরে মদ্যপান শুরু করেছি এবং এটি এটির একটি নেতিবাচক দিক’।
১৯১৭ সালে কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই আইকনিক চরিত্রে অভিনয় নিয়ে কথা বলেন শাহরুখ। অভিনেতার কথায়, ‘আমি চাইনি আপনি দেবদাসের প্রতি ভালোবাসা অনুভব করো, কিন্তু আমি চাইনি যে আপনি তাকে ঘৃণা করো। আমি চাইনি যে আপনি তাকে পছন্দ করুন কারণ তিনি মদ্🌱যপ হওয়ার জন্য যে সকল মেয়ের প্রেমে পড়ে দেবদাস, ও তাদের কাছ থেকে পালিয়ে যায়। আমি শুধু চেয়েছিলাম ওকে অবর্ণনীয় দেখাক’।
দেবদাস সম্পর্কে
সঞ্জয় লীলা বনশালির আগে ১৯৫৫ সালে বিমল রায় হিন্দিতে⛦ দেবদাস তৈরি করেছিলেন, যেখানে দিলীপ কুমার নাম ভূমিকায় অভিনয় করেছিলেন। বনশালির দেবদাস ছবিতে পারো চরিত্রে ঐশ্বর্য রাই এবং চন্দ্রমুখী চরিত্রে মাধুরী দীক্ষিতের দেখা মিলেছিল। চুন্নী বাবুর চরিত্রে জ্যাকি শ্রফের পাশাপাশি কিরণ খের, টিকু তালসানিয়া এবং দিনা পাঠকও ছিলেন এই ছবির অংশ। ভরত শাহের মেগা বলিউড প্রযোজিত দেবদাস সেই বছর কান চলচ্চিত্র উৎ🐈সবে প্রিমিয়ার হওয়া একটি বিরল হিন্দি চলচ্চিত্র হয়ে ওঠে। চলচ্চিত্রটির স্মরণীয় সংগীত পরিচালনা করেছিলেন ইসমাইল দরবার। ৫০ কোটি টাকা বাজেটে নির্মিত দেবদাস বিশ্বব্যাপী আয় করেছিল ৯৯.৮৮ কোটি টাকা।
শাহরুখের পরবর্তী মুক্তিপ্রাপ্ত ছবি সুজয় ঘোষ পরিচালিত ক্রাইম ড্রামা 'কিং'। বয়স উপযোগী চরিত্রে মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা🧸 যাবে তাঁকে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত 'কিং ২০২৬ সালের ইদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।