টলিপাড়ার জনপ্রিয় জুটির তালিকায় নাম আসে দেবলীনা কুমার আর গৌর🀅ব চট্টোপাধ্যায়ের। ২০২০ সালের ৯ ডিসেম্বর বি🔥য়ে করেন তাঁরা। উত্তমকুমারের নাতি গৌরব আর দেবলীনা, দুজনেই ভালোবাসেন শরীরচর্চা। সামাজিক মাধ্যমে একসঙ্গে প্রায়ই সাইক্লিং করার ফোটো-ভিডিয়ো ভাগ করে নিতে দেখা যায় দম্পতিকে।
৩ জুন ওয়ার্ল্ড সা♏ইক্লিং ডে উপলক্ষে দেবলীনা-গৌরব ভাগ করে নিলেন সাইকেল চালানো-র প্রতি তাঁদের ভালোবাসাꦯ। সঙ্গে কীভাবে এই সাইক্লিংয়ের সময় গৌরব প্রপোজ করেছিলেন দেবলীনাকে, জানালেন সেটিও।
ইটাইমসকে দেবলীনা জানান, ‘আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে এক 🍌বন্ধুর সাথে সাইকেল চালাচ্ছিলাম এবং গৌরব আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। সেটা সত্যিই একটি মধুর মুহূর্ত ছিল।’ সꦆঙ্গে তিনি স্পষ্ট করেন, একসঙ্গে সাইকেল চালানো তাঁদের পছন্দের মুহূর্তগুলির মধ্যে একটি। শুধু একটাই অভিযোগ তাঁর বরের উপর, ‘রাস্তায় সাইকেল চালানোর সময় গৌরব খুব দ্রুত যায়। আমি ওর স্পিডের সঙ্গে ম্যাচ করতে পারি না। আর এটা আমার একদম ভালো লাগে না।’ প্রতি রবিবার অন্তত ৪০ কিমি সাইকেল চালিয়ে থাকেন বলেও জানালেন এই দম্পতি।
আরও পড়ুন: হার্দিܫক-নাতাশার ডিভোর্সে তাঁরই হাত? চাঁচাছোলা জবাব দিশার ‘পಌ্রেমিক’ আলেকজান্ডারের
আরও পড়ুন: কী মিষ্টি!🃏 ইয়ালিনির নতুন ছ🧔বি দিলেন মাম্মা শুভশ্রী, এবারে ফ্রেমে নিলেন না রাজ-ইউভানকে
প্রসঙ্গত, দেবলীনা হলেন গৌরব চট্ট🐎োপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী। এর আগে ২০১৩ সালে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে সাত পাক 🐻ঘোরেন অনিন্দিতা বসু। দু-বছর পর ভেঙে যায় সেই বিয়ে। তার অনেক পরেই গৌরব-দেবলীনার প্রেম। অভিনেত্রী একবার দিদি নম্বর ১-এ এসে জানিয়েছিলেন, ২০১৭ সালে গৌরবের দিদির বাড়ির লক্ষ্মীপুজোয় গিয়েছিলেন দেবলীনা কুমার। সেখানেই একে অপরের হঠাৎ প্রেমে পড়ে যান। দেবলীনা কুমারের কথায়, বন্ধুত্ব থেকে তাঁদের প্রেম হয়নি। সরাসরি প্রেমে পড়েছিলেন তাঁরা। যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। সেই বছরই, গৌরবের ছোটবোনের বিয়েতে বলিউডের ‘বোলে চুড়িয়া’ গানে নেচেছিলেন।
আরও পড়ুুন: ভোটের ফলের আগে ক্রিকেট মাঠে দেবের চার-ছয়! পিটিয়ে ছ🅘াতু করলেন রুকꦯ্মিণীকেও
করোনার কারণেই একটু পিছিয়েছিল বিয়ে। গৌরব-দেবলীনার বিয়েতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। গত বছর তৃতীয় বিবাহবার🥀্ষীকিতে বৈদিক মতে হওয়া বিয়ের কিছু ছবি শেয়ার করে দেবলীনা লিখেছিলেন, ‘‘৩ বছর একই ছাদের নিচে থাকা। অপার হাসি, কয়েকটি ঠান্ডা যুদ্ধ। শুভ বিবাহবার্ষিকী স্বামী গৌরব। চিয়ার্স টু থ্রি।’