ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দেবের জয় নিয়ে যাকে বলে সুনিশ্চিত গোটা দল। প্রাক্তন সাংসদও বেশ কুল মেজাজেই ঘুরে বেড়াচ্ছেন। তবে, 𓂃সোমবার রাতে তাঁকে দেখা গেল ক্রিকেট পিচে। জমিয়ে মারলেন চার আর ছয়। আর এই খেলায় তাঁকে সঙ্গ দিয়েছিলেন বান্ধবী রুক্মিণী মৈত্রও।
কালো জার্সিতে এদিন দেখা গেল দেবকে। নিজের টিমের সঙ্গে ফাটিয়ে খেললেন ক্রিকেট। ভিডিয়োগুলি দেব-রুক্মিণীর ফ্যানপেজ থেকে করা হয়েছে শেয়ার। কমেন্ট সেকশনে এক দেব-ভক্ত লিখলেন, ‘নো চিন্তা! কাল দাদাই জিতবে।’ দ্বিতীয়জন লেখেন, ‘চুরির টাকায় ক্রিকেট’! তৃতীয়জনের কমে🍸ন্ট, ‘এসব দেখে হিরণ জ্বলবে। লুচির মতো ফুলবে।’
আরও পড়ুন: ইতালিতে জিভায় মজে ধোনি! আম্বানি🐷র পার্টি থেকে বাবা-মেয়ের মিষ্টি মুহূর্ত শেয়ার করলেন সাক্ষ🐓ী
একটি ভিডিয়োতে দেখা গেল রুক্মিণী বল ছুঁড়লেন দেবের দিকে। আর সেটিকেও ๊পরম দক্ষতার সঙ্গে পাঠিয়ে দিলেন তৃণমূল নেতা মাঠের বাইরে।
দেবের বিপরীতে ঘাটাল থেকে লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হয়েছিল হিরণ চট্টোপাধ্যায়। 🌞ভোটপ্রচারে দুজনে একে-অপরকে খোঁচা দেওয়ার কোনও জায়গাই ছাড়েননি। হিরণের বরাবরই অভিযোগ, তৃণমূলের তারকা সাংসদ প্রার্থী দেব গরুপাচার মামলায় যুক্ত। এনামুল হকের থেকে নিয়েছেন, ৫০ লাখ টাকা। দেবের টাকা নেওয়ার ‘প্রমাণ দেখিয়ে’ কিছু হাতে লেখা নথি শেয়ার করে হিরণ খোঁচা দিয়ে প্রশ্ন করেছি𒅌লেন, দেব কবে সিনেমা ছাড়ছেন?
আরও পড়ুন: ডিভোর♓্সের খেসারতে নাতাশাকে দেবেন ৭০% সম্পত্তি! মোট কত কোটির মালিক হার্দিক
চুপ থাকেননি দেবে। টাকা নেওয়ার কথা অস্বীকারও করেননি। প্রমাণ-সহ এক্স হ্যান্ডেলে জানান ‘সিনেমা জন্য লগ্নি করেছিল,﷽ সিনেমা রিলিজের পর ফেরত দিয়ে দেওয়া হয়েছে…’। নথিতে চোখ বোলালে দেখা যায়, আরণ্যক ট্রেডার্স🐎ের অ্যাকাউন্ট থেকে ২০১৬ সালের ২৪ নভেম্বর এবং ২৫ নভেম্বর ২৫ লক্ষ টাকার দুটো চেক জমা পড়ে দেবের প্রযোজনা সংস্থার অ্যাকাউন্টে। এরপর ২০১৭ সালের ৩ নভেম্বর এবং ১৩ নভেম্বর ৫০ লক্ষ টাকা চেক মারফত ফেরত দেওয়া হয়।
কাজের সূত্রে, ভোটের পর দেব রঘু ডাকাতের শ্যুট শুরু করবেন। পুজোতে মুক্তি পাওয়ার কথা রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় টেক্কা। যাতে তিনি স্ক্রিনশেয়ার করেছেন রুক্মিণী, স্বস্তিকাদের সঙ্গে। এছাড়াও হোম প্রোডাকশন থেকে আসছে খাদান। এই ছবির শ্যুটিংও শেষ🍰, চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। আর শেষ রিলিজ ছিল ‘প্রধান’। যা মুক্তি পায় ২০২৩ সালের বড়দিনে।