আজ শনিবার বিকেল পাঁচটায় শুরু হবে খেলা। যাবে বলে ‘টিকটিকি’র খেলা। কৌশিক গঙ্গোপাধ্যায় আর অনির্বাণের হাত ধরে আসছে নতুন রহস্য, নতুন উন্মাদনা। নতুন ওয়েব সিরিজ নিয়ে এল হইচই। ৫০ বছর আগের লেখা এক ইংরেজি নাটক ‘The Sleuth’ অবলম্বনে তৈরি এই ওয়েব সিরিজের নাম ‘টিকটিকি।’ এই নাটক বরাবরই দর্শকদের খুব প্রিয়। এর আগে এটিকে নিয়ে বা✅ংলা নাটক ও টেলিফিল্ম হলেও ওয়েব সিরিজ এই প্রথম।
সিরিজের মুখ্য দুই চরিত্র। সৌমেন্দ্র কৃষ্ণ দেব ও মিলন বসাক। আর সৌমেন্দ্রর চরিত্রে থাকছেন কৌশিক ও মিলনের চরিত্রে অনির্♚বাণ। শুক্রবার নিজের সোশ্যাল হ্যান্ডে🌠লে সিরিজের অফিসিয়াল পোস্টার ও মুক্তি দিন প্রকাশ্যে অনির্বাণ লিখলেন, ‘পারফেক্ট ক্রাইম, আর নির্ভুল তদন্ত।’ দুই ভিন্ন মেরুর মানুষের মধ্যে হবে কাঁটায় কাঁটায় টক্কর। কে করবে শেষ পর্যন্ত বাজিমাত? সেটাই এখন বড় রহস্য।
পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ𒁃্যায়ের এটাই প্রথꦗম ওয়েব সিরিজ। একটা রাজবাড়ি। দুই প্রতিপক্ষ। একটা নির্ভুল অপরাধ। আর পারফেক্ট তদন্ত… আপাতত এইটুকুই থাক! বাকি কথা নয় বিকেল পাঁচটা, মানে ‘টিকটিকি’ আসার পরেই হবে।
প্রসঙ্গত, হইচইয়ের চলতি সিজনে অনির্বাণ জমিয়ে দিয়েছে। পরিচালক হিসেবে ডেবিউ করেছেন ‘মন্দার’-এ। যা নিয়েও তারিফ যতই হবে, কম হবে বলেছে ✤দর্শক। এসেছে নতুন ব্যোমকেশ ‘চোরাবালি’। আরও এক নতুন গোয়েন্দা গল্প নিয়ে আসছেন অনির্বাণ ভট্টাচার্য। স্বপন কুমারের ট্রেন্ড সেটিং ক্রাইম ফিকশন নিয়ে তৈরি হবে ‘বটতলার গোয়েন্দা’।