বরাবরই গয়িকা সুনিধি চৌহান পরিচালক ইমতিয়াজ আলিয়ার বড় অনুরাগী। ইমতিয়াজের ছবিতে গান গাওয়ার আগ্রহও প্রকাশ করেছেন বহুবার। শেষপর্যন্ত তাঁর সেই স্বপ্ন পূরণ হয় পরিচালক যখনꩵ রণবীর-দীপিকাকে নিয়ে 'তামাশা' ছবিটি বানাচ্ছিলেন। তবে শুধুই গান গাওয়াই নয়, এই ছবিতে পরিচালক ইমতিয়াজের সহকারী হিসাবে কাজ করার সুযোগও পেয়েছিলেন সুনিধি। আর তাতেই ঘটে গণ্ডোগোল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এবিষয়টি নিয়ে মুখ খুলেছেন গায়িকা।
ঠিক কী ঘটেছিল?
সুনিধি বলেন, 'তামাশা-র মতো খুব ভালো একটা ছবিতে আমি অ্যাসিস্ট করেছি। এর জন্য ইমতিয়াজ আলিকে ধন্যবাদ। আমি ইমতিয়াজ আলির অনুর🌱াগী এবং সৌভাগ্যক্রমে আমরা একে অপরকে খুব ভালোভাবে চিনি। তাই উনি আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন। যখন তামাশা-র শ্যুটিং শুরু হবে, সেসময় ইমতিয়াজ আমায় বলেছিলেন, হ্যাঁ, অবশ্যই, তুমি আমাদের সঙ্গে যোগ দিতে পারো, মজা করতে পারো, ছবিটা কীভাবে তৈরি হচ্ছে সেটা দেখতে পারো। তখন আমি আমি ভাবলামস বাহ, এটা তো একটা ভাল সুযোগ। তাই গিয়েছিলাম। আমি জানতাম না যে আমি এই চাকরিটা পাব। তাই ভয় পেয়ে গিয়েছিলাম। তবে একজন AD🐻 (অ্যাসিসটেন্ট ডিরেক্টর)র যা যা করা উচিত আমি তার সবটাই করেছি।
একদিন ছবির সেটে প্রচুর ভিড় ছিল, আমি সেই ভিড়ও সামাল দিতাম। এদিকে লোকজন তখন আমার দিকে তাকিয়ে ভাবছে, আরে একে তো চেনা চেনা লাগছে! তখন একজন বললেন, আপনাকে সুনিধি চৌহানের মতো লাগছ🅰ে। আমি♏ বললাম, তাই নাকি? এসবই ঘটত, লোকে বিশ্বাসও করত না যে এটাই আমি।
তিনি আরও বলেন, 'দর্শকরা আমার দিকে তাকিয়ে ভাবছে, 'তাকে চেনা চেনা লাগছে'। আর তখন তারা বলত, 'তোমাকে সুনিধি চৌহানের মতো লাগছে'। আমি বললাম, 'সত্যি?' এমনটা প্রায়ই ෴হতো। তবে ওঁরা বিশ্বাস করবে না যে এটাই আসল আমি। সেটে লোকে ভাবত, সুনিধি এটা করছে, তাহলে ও কি পরিচালক হতে চায়! তবে এমনটা এক্কেবারেই নয়, আমি শুধু ওখানে থাকতাম, শ্যুটিংটা কীভাবে হচ্ছে, সেটা দেখা উপভোগ করার জন্য।'
প্ꦚরসঙ্গত 'বাচনা অ্যায় হাসিনো' ও 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'র পর 'তামাশা' ছিল রণবীর-দীপিকার তৃতীয় ছবি। যেটি কিনা একটা মনস্তাত্ত্বিক এবং একই সঙ্গে একটা রোম্যান্টিক ড্রামা। ছবিতে ফিল্মটি বেদ বর্ধন সাহনি (রণবীর) চরিত্রকে কেন্দ্র করে তৈরি যিনি কিনা কর্সিকায় ছুটি কাটানোর সময় তাঁর সঙ্গে তারার (দীপিকা) সঙ্গে পরিচয় হয়। সেই ছুটির পরে তাঁর জীবন অন্যদিকে মোড় নেয়, যখন তাঁদের আবারও দেখা হয়, তখন তারা তাকে আত্ম-আবিষ্কারে সাহায্য করে।
'ত▨ামাশা' ছবিটি ২০১৫ সালে মুক্তি পায়, যেটা ফিল্ম সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল, তবে এটা বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি।