৯ অক্টোবর না ফেরার দেশে পাড়ি দেন রতন টাটা। তাঁর প্রয়াণের পর এদিন এক🌼টি লাইভ শো চলাকালীন সেখান থেকে ভারতীয় উদ্যোগপতির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন দিলজিৎ দোসাঁঝ। এদিন তবে জার্মানিতে একটি শো ছিল। সেখানেই পারফরমেন্স থামিয়ে তিনি কথা বলেন রতন টাটাকে নিয়ে।
আরও পড়ুন: একমাত্র বিনিয়োগে দেখেছিলেন লোকসানের মুখ! কোন ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন রত𓂃ন টা🌠টা?
রতন টাটাকে নিয়ে কী বললেন দিলজিৎ?
দর্শকদের উদ্দেশ্যে এদিন লাইভ শো থামিয়ে রতন টাটা প্রসঙ্গে দিলজিৎ দোসাঁঝ বলেন, 'আজ ওঁর নাম নেওয়া জরুরি। তিনি তাঁর গোটা জীবন অক্লান্ত পরিশ্রম করে গিয়ꦏেছেন। আমি ওঁর ব্যাপারে যা পড়েছি, শুনেছি কখনও খারাপ কিছু শꩵুনেছি বলে মনে পড়ছে না। উনি সবসময় ভালো কাজ করেছেন। সবাইকে সাহায্য করেছেন। আর এটাই তো জীবন।'
এদিন দিলজিৎ আরও বলেন, 'আমর♏া ওঁর জী💯বন থেকে এটাই শিখি, কষ্ট করো, পরিশ্রম করে, ভালো ভাবনা চিন্তা রাখো, মানুষকে সাহায্য করো। উনি একটা দুর্দান্ত জীবন কাটিয়েছেন।' তিনি এদিন কথা প্রসঙ্গে আরও জানান সবার রতন টাটার জীবন দেখে শেখা উচিত। গায়ক এও জানান তিনি ব্যক্তিগত ভাবে তাঁর সঙ্গে দেখা না করলেও, সবসময় তাঁর কাজ থেকে অনুপ্রাণিত হয়েছেন।
আরও পড়ুন: মধ্যরাতে দুঃ🏅সংবাদ আসতেই থামল মুম্বইয়ের গরবার উদযাপন! রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানালেন শিল্পীরা
রতন টাটার প্রয়াণ প্রসঙ্গে
৯ অক্টোবর মুম্বইয়ের একটি হাসপাতালে রাত সাড়ে ১১ টা না🃏গাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। তিনি কিছুদিন আগেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন রুটিন চেকআপের জন্য। তবে গতকাল সকাল থেকেই কানাঘুষোয় শোনা যেতে থাকে যে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। রাতেই ঘটে যায় দুর্ঘটনা । ১০ অক্টোবর মুম্বইয়ের ওয়ার্লি শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। পার্সি হলেও হিন্দু নিয়ম মেনেই শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর এদিন। মুম্বইয়ের ওয়ার্লি শ্মশানে বিকেলে ইলেকট্রিক চুল্লিতে দাহ করা হয় তাঁকে। তবে এখানে শেষকৃত্যের আগে ৪৫ মিনিট প্রার্থনা করা হয়। তারপর শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্যের আগে বৃহস্পতিবার নরিমান প্ল্যান্টের NCPA লনে সকালে রতন টাটার মরদেহ রাখা হয়েছিল শেষ শ্রদ্ধা জানানোর জন্য। তাঁর মৃত্যুতে গোটা দেশে উৎসবের আমেজেও নেমে এসেছে শোকের ছায়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকজ্ঞাপন করেছেন। বাদ যাননি টলিউড , বলিউডের অভিনেতা, অভিনেত্রীরাও।