ইতিমধ্যেই পুজো রিলিজে নাম লিখিয়ে ফেলেছেন দেব-স্বস্তিকা-রুক্মিণী। আর এবার সামিল হলেন শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় নন্দিতা রায়-ও। তাঁদের পরিচালনায় তৈরি বহুরূপী মুক্তি পাচ্ছে প🍰ুজোতেই। এই সিনেমায় মুখ্য চ♛রিত্রে আবির-ঋতাভরী।
জামাইষষ্ঠীর দিনই ঘোষণা করলেন শিবপ্রসাদ। লিখলেন, ‘বহুরূপী। ২০১২ সালের ভাবনা। শুটিং শেষ হলো। ৩২ দিনের শুটিং, ৭৮ টি লোকেশ💫ন, ইউনিট মেম্বারদের অক্লান্ত পরিশ্রম। ঝড়, বৃষ্টি, ৪৫ ডিগ্রি টেম্পারেচার,অ্যাকসিডেন্ট, তারপর ফিরে আসা। 🐼সবকিছু সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় আর মা অন্নপূর্ণার আশীর্বাদে। দেখা হবে পুজোতে, বড় পর্দায়।’
🐎শিবপ্রস💦াদের এই পোস্টের জবাবে একজন লিখলেন, ‘অধীর অপেক্ষায়’। অন্য আরেকজনের মন্তব্য, ‘এটার জন্য সুপার এক্লাইটেড’। তৃতীয়জনের মন্তব্য, ‘তাহলে আমার বসের কী হবে?’
আরও পড়ুন: ‘আমার বা তথাগতর কার𒅌ওরꦰই…’! ৯ বছরের বিবাহিত জীবনে কেন নেননি সন্তান, জবাব দেবলীনার
বহুরূপী-র শ্যুটিং শুরু হয়েছিল মার্চ মাসে। উইন্ডোজ প্রোডাকশনের ফেসবুকের শ্যুটিংয়ের ক্ল🌠্যাপস্টিকেরᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ ছবি পোস্ট করে পাতায় লেখা হয়িছিল, ‘সবার আশীর্বাদ এবং ভালবাসা নিয়ে আজ থেকে শুরু হলো বহুরূপীর যাত্রা। বড় পর্দায় দেখা হবে এবার পুজোয়।’
আরও পড়ুন: ‘💙অরক্ষিত যৌন মিলন করেন…’, কখনও লিপ কিস, কখনও বসছেন কোলে, কী ইঙ্গিত সুদীপ-পত্নী পৃথার?
উইন্ডোজ প্রোডাকশনের 'বহুরূপী'তে আবির-ঋতাভরী ছাড়াও রয়েছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেও। সত্যি ঘটনা অব꧂লম্বনে এই ছবি তৈরি বলে জানা গিয়েছে। সেই ২০১১ সালে 'মুক্তধারা' ছবির শ্যুটিং চলাকালীন এই ছবির কথা ভাবা হয়েছিল। এর আগে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, উইন্ডোজের প্রযোজনায় এখনও পর্যন্ত সর্বাধিক বাজেটের ছবি হতে চলেছে ‘বহুরূপী’। ২০২৩ সালের পুজো রিলিজ রক্তবীজের মতো এই সিনেমাতেও রয়েছে ক্রাইমের ছোঁয়া। এমন একটা অপরাধ যা লালবাজারের ইতিহাসেও আজও বিশেষ উল্লেখের দাবি রাখে।
আরও পড়ুন: নিজের হাতে রান্না করলেন একাধিক পদ🐓, অহনার জন্মদিনে কী রাঁধলেন দীপঙ্করের মা?
প্রসঙ্গত, নন্দিতা-শিবপ্রসাদের আমার বস মুক্তি পাচ্ছে ২১ জুন। এই সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন রাখি গুলজার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ⭕ মুখোপাধ্যায়। এছাড়াও রয়েছেন শ্রুতি দাস, সৌরসেনী মৈত্র, ঐশ্বর্য চট্টোপাধ্যায়, আভেরি সিংহ রায়।