করোনায় আক্রান্ত বলিউডের জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শন। রিপোর্ট আসার পরই, চেন💮্নাইয়ের এক হাসপাতালে ভর্তি তিনি। বলিউড এবং দক্ষিণী চলচ্চিত্র জগতে যথেষ্ট জনপ্রিয় পরিচালক তিনি। হাসপাতাল সূত্রে খবর, পরিচালকের শারীরিক অব🌜স্থা আগের তুলনায় স্থিতিশীল। হিন্দি ছবির পাশাপাশি বহু মালয়ালম ছবি পরিচালনা করেছেন এই পরিচালক।
‘হেরা ফেরি’, ‘ভুলভুলাইয়া’, ‘বীরাসত’, ‘হাঙ্গামা’, ‘খাট্টা মিঠা’ সহ আরও অনেক জনপ্রিয় বলিউড ছবি পরিচালনা করেছেন প্রিয়দর্শন। ‘দে দনা দন’, ‘হলচল’, ‘মালামাল উইকলি’, ‘গরম মশলা’, ‘ঢোল’-এর মতো কমেডি ছবিও পরিচালনা করেছেন তিনি। পরিচালকের অসুস্থতার খবরে 🐼উদ্বিগ্🐬ন অনুরাগীরা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
সদ্য প্রিয়দর্শনের পরিচালনায় মুক্তি পেয়েছিল বিগ-বাজেট ফিল্ম 'মারক্কর আরবিক্কাদালিন্তে সিংহম'। কিংবদন্তি অভিনেতা মোহনলাল এই ছব♍িতে অভিনয় করেছিলেন।
বলিউডে লা♌ফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার স্বরা ভাস্কর, কুবরা সইট, মিথিলা পালকার, বিশাল দাদলানি-সহ একাধিক তারকার করোনা রিপোর্ট পজিটিভ আসে। করোনা পজিট🦩িভ কমেডিয়ান আশীষ চঞ্চলানি, ‘কুমকুম ভাগ্য’ অভিনেত্রী শিখা সিং-র মতো তারকারাও।