করোনা সংকটে সাধ্যমতো একে অপ✨রের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন সকলেই। বাদ নেই টলিগঞ্জের শিল্পীরাও। রঙ নির্বিশেষে করোনা আক্রান্ত, কিংবা করোনা আবহে অর্থ সংকটে ভোগা দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁরা। রবিব🙈ার ফেসবুকে এমনই এক সাহায্যের কথা পোস্ট করে ট্রোলড হতে হল বামপন্থী পরিচালক সৌরভ পালোধিকে।
কী রয়েছে সেই পোস্টে? ‘গরম ভাতের গল্প’ বড় বড় হরফে কিছু পথশিশুর ছবির পাশে লেখা রয়েছে এই লাইন। সেই পোস্টে সৌরভ জানান, তাঁরা প্রতিদিন কলকাতার ১৫০ জন পথশিশুর মুখে খাবার তুলে দিচ্ছেন। এর জন্য তাঁদের 💜অর্থ সাহায্য প্রয়োজন, আর সেই কারণেই ডোনেশন দেওয়ার আর্জি জানান তিনি। তবে এখানেই থেকে থাকেননি তিনি, এই পোস্টের ক্যাপশনে সরাসরি মমতা সরকারকে আক্রমণ শানান পরিচালক। লেখেন- ‘সরকার পারে না তাই এগুলো করতে হয়। পাশে থাকবেন। সাহায্য চাই’।
এরপরই তুমুল আক্রমণের মুখে ꦉপড়তে হয় সৌরভকে। তৃণমূল সমর্থক থেকে শুরু করে আম জনতা সৌরভ পালোধিকে সপাট জবাব দেন। একজন জনৈক কমেন্ট বক্সে লেখেন- 'আপনারা রাজনীতির মাপকাঠি দিয়ে মনুষ্যত্ব মাপেন, মনুষ্যত্বের মাপকাঠিতে রাজনীতি মেপে দেখলে আজ বিধান সভা বাম শূন্য হতো না! আমরা সবাই গর্বিত এবং কৃতজ্ঞ, Red Volunteers- রা সত্যি দিন রাত খেটে মানুষের সাহায্য করছে, কিন্তু সেটাতে রাজনীতির রং লাগিয়ে আপনারা নিজেরাই আর কিছুই করছেন না, শুধু Red Volunteers দের পরিশ্রমের অপমান করছেন।এই কারণেই শুধু ফেসবুকেই আটকে রয়ে গেলেন আপনারা!’
অন্য একজন লেখেন- ‘চৌত্রিশ বছরের পারা-র ভোগ ভুগছে মানুষ , তারপর তো আচ্ছেদিনের আশায় থালাবাজানো হল সেই ফল তো সমানে ভুগেই চলেছে মানুষ৷ ভগবানরূপে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ালেই𓃲 তাঁর/তাঁদের পাশে দাঁড়ানোর আর্টের সমালোচনা করছে𝔉ন৷আপনি অভিনয়টা একরকম করতেন কিন্তু সাথে যে ওভারঅ্যাক্টিং করছেন তা বড্ডো চক্ষুশূল লাগছে ক্যামন রাজনৈতিক অরাজনৈতিকতার বদ-হাওয়া ছড়াচ্ছেন অনেক হল আমরা ওরা’।
অধিকাংশ নেটনাগরিকই বিরোধিতা না করে সৌরভকে ভালো কাজ করবার পরামর্শ দিয়েছেন। বামপন্থায় বিশ🐈্বাসী এই পরিচালক একুশের বিধানসভা ভোটের টিকিট পেতে পারেন, তেমন হওয়াও একটা সময় উঠেছিল। যদিও তেমনটা হয়নি, কিন্তু বামেদের হয়ে জমিয়ে প্রচার করেছেন ‘কলকাতায় কলম্বাস’ পরিচালক। মাসখানেক আগেই বিজেপিতে যোগ দেওয়ায় অভিনেতা কৌশিক কর-কে ঘুম নেই নাটক থেকে বাদ দিয়ে সংবাদ শিরোনামে এসেছিলেন সৌরভ। আর এবার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের মুখে এই বামপন্থী পরিচালক। একুশের বিধানসভা ভোটের রিপোর্ট কার্ড বলছে রাজ্য থেকে বামদল ধুয়ে-মুছে সাফ। কিন্তু মমতা সরকারকে আক্রমণ শাণাতে ছাড়ছেন না টলিগঞ্জের হাতে গোনা বামপন্থী সদস্য, শ্রীলেখা-সৌরভরা।